Ajker Patrika

গৌরনদীতে উপনির্বাচনে উৎকোচ গ্রহণের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ৪

বরিশাল ও গৌরনদী প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৪: ২৭
গৌরনদীতে উপনির্বাচনে উৎকোচ গ্রহণের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ৪

বরিশালের গৌরনদী পৌরসভায় আজ বুধবার মেয়র পদে উপনির্বাচনে উৎকোচ নেওয়ার অভিযোগে একজন প্রিসাইডিং কর্মকর্তা ও তিনজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আটক করার পর তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বরিশাল জেলা সিনিয়র (অতিরিক্ত) নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোটের আগের রাতে প্রতিদ্বন্দ্বী এক মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান, সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালি ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচ এম জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সী কিছু লোক নিয়ে কেন্দ্রে এসে আমাকে টাকার একটি প্যাকেট দেন। কিন্তু আমি তা গ্রহণ করিনি। পরে প্যাকেটটি সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র এবং সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে দেওয়া হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী প্রিসাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র বলেন, ‘আমরা কোনো টাকা নিইনি। প্রিসাইডিং অফিসার নিয়েছেন।’

সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনও একই দাবি করেন।

এদিকে টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ নম্বর বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম একটি প্রতীকে ভোট দিলে বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তাঁকেও আটক করা হয়।

গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

কী কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির মহাসচিবের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত