সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়লে ফ্যাসিবাদ দ্রুতই ফিরবে: নুর

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ২২: ১৪
Thumbnail image
গলাচিপা পৌরসভা মঞ্চে বিএনপির নেতা শাহজাহান খানের স্মরণসভা। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপি মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ, এই পটপরিবর্তনের পর আমরা যদি এখনই সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে বিভক্ত হয়ে যাই, তাহলে ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদ আবারও পুনর্গঠন হলে বাংলাদেশ ভয়ংকর সংকটে পড়বে।’

আজ বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা পৌরসভা মঞ্চে বিএনপির নেতা শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আপনারা জানেন, দেশ স্বাধীনের পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত কী নির্মম, নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবা ’৯৬–তে শেখ হাসিনা দিতে না পারলেও ২০০৮ সালে কিন্তু ঠিকই দিয়েছে। এই রকমের বাকশালি চিন্তার ফ্যাসিস্ট রাজনৈতিক দলের আগামী বাংলাদেশে কোনো জায়গা হবে না।’

নুর আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ভাই জেলা বিএনপিকে চিঠি দিয়েছিল গলাচিপা-দশমিনায় আমাকে সাহায্য করার জন্য। বিএনপির নেতা–কর্মীদের থেকে অনেক সাহায্য পেয়েছি, কিন্তু কিছু নেতা–কর্মী সাহায্য না করে বরং অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমি চর অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাত–প্রতিঘাত ধাক্কা খেয়ে এখানে এসেছি। তাই আমাদের ছোটখাটো ধাক্কা দিয়ে দাবানো যাবে না।’

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ব স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন মরহুম শাহজাহান খানের সহধর্মিণী আনোয়ারা খান। বক্তব্য দেন মরহুম শাহজাহান খানের ছেলে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান, উপজেলা যুবদলের সদস্যসচিব আশীষ কুমার সাহা, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. শাহাবুদ্দিন শিকদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত