Ajker Patrika

তরুণীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

আমতলী (বরগুনা) প্রতিনিধি
তরুণীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পচাঁকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। 

এতে দলের নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ওই চেয়ারম্যানের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় নেতা কর্মীরা চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

জানা গেছে, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া এক তরুণীর বিরুদ্ধে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে গত ১২ এপ্রিল তালতলী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। 

এতে ওই তরুণী এবং তার সহযোগী জাহিদুল ইসলাম সবুজ ফকিরকে আসামি করা হয়। ওই মামলায় বরগুনা ডিবি পুলিশ ওই তরুণী ও তার সহযোগীকে গত শুক্রবার গ্রেপ্তার করে। 

এ মামলার ১ নং সাক্ষী করা হয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারকে। মামলার ২ নং সাক্ষী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পদক মিঠু। 

গত বুধবার রাতে এ মামলার ১ নং সাক্ষী উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে ওই তরুণীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। 

পঁচাকোড়ালিয়া ইউনিয়নের কয়েকজন ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যদি এমন অবস্থা হয়, তাহলে কার কাছে আমরা নিরাপদ। চেয়ারম্যানের এমন জঘন্য কর্মকাণ্ডের শাস্তি দাবি জানান।’ 

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।  

বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জানি না। জেনে শুনে ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দলের ভাবমুর্তি ক্ষুণ্ন হয় এমন কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। সঠিক অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত