বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে সোনিয়া আক্তার আখি নামে এক নারীর ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
গত ৫ সেপ্টেম্বর বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে চেয়ারম্যান হুমায়ুন কবির ও কামাল হোসেন নামে এক দলিল লেখকের বিরুদ্ধে এই মামলা করেন।
সোনিয়া আক্তার আখি বুড়িরচর গ্রামের মোহাম্মদ শাহজাহান সিদ্দিকের মেয়ে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সোনিয়া। তিনি বলেন, একই ইউনিয়নের বুড়িরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাজাহান সিদ্দিকের মেয়ে তিনি। ২০২১ সালের মার্চ মাসে ইউপি নির্বাচনের সময় সোনিয়া আক্তার আঁখির মালিকানাধীন পরিত্যক্ত একটি ঘর চেয়ারম্যান প্রার্থী হুময়ুন কবির নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেন। সোনিয়া প্রস্তাবে রাজি হওয়ার পর লিখিত চুক্তিতে ওই ঘর নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেন হুমায়ুন কবির। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর ঘরটি ফেরত চাইলে গড়িমসি শুরু করেন।
এ নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির ও দলিল লেখক কামালের সঙ্গে সোনিয়ার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে গত ৩১ আগস্ট সকালে চেয়ারম্যান হুমায়ুন কবির (৫০) ও দলিল লেখক কামাল হাওলাদার (৪৫) সোনিয়ার বাড়ির সামনে গিয়ে তাকে মারধর করে এলাকা ছাড়া করার হুমকি দেয়।
সোনিয়া বলেন, এ ঘটনার পর মামলা করতে বরগুনা যাওয়ার পথে পুরাকাটা এলাকায় চেয়ারম্যানের ড্রাইভার জাহাঙ্গীর আমাকে মারধর করে এবং বরগুনা যেতে বাধা দেয়। তা ছাড়া অকথ্য ভাষায় গালাগাল করে। আমি যদি কোনো মামলা করি তাহালে ড্রাইভার জাহাঙ্গীর আমাকে খুন এবং আমার বাবাকে মেরে বাজারে বাজারে ঘুরানো হবে বলে হুমকি দেয়। আমি এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর ১০৭। পরে গত ৫ সেপ্টেম্বর আমি আদালতে একটি মামলা করেছি। মামলাটি তদন্ত করে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, ওই ঘরটি নিয়ে সোনিয়া ও অপর একটি পক্ষের মধ্যে মালিকানা দ্বন্দ্ব চলছে। আমি বিষয়টি নিষ্পত্তি করার জন্য নিজের নিয়ন্ত্রণে রেখেছি যাতে এ নিয়ে কোনো অঘটন না ঘটে। কাগজপত্র দেখে সালিস বা আদালত যার পক্ষে রায় দেবে ঘর তাকে বুঝিয়ে দেওয়া হবে। হুমকি দেওয়ার বিষয়টি একেবারেই অসত্য। আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করার জন্য সোনিয়াকে ব্যবহার করছে।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বলেন, ‘সোনিয়া আক্তার আখি নামে একজন নারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেব।’
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে সোনিয়া আক্তার আখি নামে এক নারীর ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
গত ৫ সেপ্টেম্বর বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে চেয়ারম্যান হুমায়ুন কবির ও কামাল হোসেন নামে এক দলিল লেখকের বিরুদ্ধে এই মামলা করেন।
সোনিয়া আক্তার আখি বুড়িরচর গ্রামের মোহাম্মদ শাহজাহান সিদ্দিকের মেয়ে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিয়ে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সোনিয়া। তিনি বলেন, একই ইউনিয়নের বুড়িরচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাজাহান সিদ্দিকের মেয়ে তিনি। ২০২১ সালের মার্চ মাসে ইউপি নির্বাচনের সময় সোনিয়া আক্তার আঁখির মালিকানাধীন পরিত্যক্ত একটি ঘর চেয়ারম্যান প্রার্থী হুময়ুন কবির নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেন। সোনিয়া প্রস্তাবে রাজি হওয়ার পর লিখিত চুক্তিতে ওই ঘর নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেন হুমায়ুন কবির। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর ঘরটি ফেরত চাইলে গড়িমসি শুরু করেন।
এ নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির ও দলিল লেখক কামালের সঙ্গে সোনিয়ার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে গত ৩১ আগস্ট সকালে চেয়ারম্যান হুমায়ুন কবির (৫০) ও দলিল লেখক কামাল হাওলাদার (৪৫) সোনিয়ার বাড়ির সামনে গিয়ে তাকে মারধর করে এলাকা ছাড়া করার হুমকি দেয়।
সোনিয়া বলেন, এ ঘটনার পর মামলা করতে বরগুনা যাওয়ার পথে পুরাকাটা এলাকায় চেয়ারম্যানের ড্রাইভার জাহাঙ্গীর আমাকে মারধর করে এবং বরগুনা যেতে বাধা দেয়। তা ছাড়া অকথ্য ভাষায় গালাগাল করে। আমি যদি কোনো মামলা করি তাহালে ড্রাইভার জাহাঙ্গীর আমাকে খুন এবং আমার বাবাকে মেরে বাজারে বাজারে ঘুরানো হবে বলে হুমকি দেয়। আমি এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নম্বর ১০৭। পরে গত ৫ সেপ্টেম্বর আমি আদালতে একটি মামলা করেছি। মামলাটি তদন্ত করে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, ওই ঘরটি নিয়ে সোনিয়া ও অপর একটি পক্ষের মধ্যে মালিকানা দ্বন্দ্ব চলছে। আমি বিষয়টি নিষ্পত্তি করার জন্য নিজের নিয়ন্ত্রণে রেখেছি যাতে এ নিয়ে কোনো অঘটন না ঘটে। কাগজপত্র দেখে সালিস বা আদালত যার পক্ষে রায় দেবে ঘর তাকে বুঝিয়ে দেওয়া হবে। হুমকি দেওয়ার বিষয়টি একেবারেই অসত্য। আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করার জন্য সোনিয়াকে ব্যবহার করছে।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বলেন, ‘সোনিয়া আক্তার আখি নামে একজন নারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেব।’
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২৫ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩৪ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে