পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
সৌদি আরবের জুবাইলে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রিপন খান (৪২)। তাঁর বাড়ি বরগুনার পাথরঘাটায়।
আজ মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জুবাইল সাগর পাড়ের খুনানি মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হন তিনি। এরপর পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সৌদি আরবের স্থানীয় ব্যবসায়ী পাথরঘাটার আকন মোহাম্মদ বশির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ রিপন খান বরগুনার পাথরঘাটা বাজারের পুরোনো লেপ-তোশক ব্যবসায়ী মৃত মেনাজ উদ্দিন খলিফার ছোট ছেলে। তাঁদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।
রিপনের রুমমেট আরেক সৌদিপ্রবাসী পাথরঘাটার আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন ধরে ফজরের নামাজের পর হাঁটতে যেত রিপন। ঘটনার আগের রাতে আমরা সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আমি কাজে যাওয়ার সময় রিপনকে রুমে দেখতে পাইনি। তখন ভেবেছি সাগরপাড়ে হাঁটতে গেছে। পরবর্তীতে স্থানীয় সময় দশটার দিকে রিপনের মুঠোফোনে কল করলে বলদীয়ার (স্থানীয় প্রশাসন) লোকেরা জানায় রিপন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
নিহতের বড় ভাই মোহাম্মদ লিটন খাঁন জানান, ‘আমি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুমের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর জানতে পারি। রিপনের একটি মেয়ে আছে। ওর লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সেখানকার লোকেদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছি।’
জুবাইল জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক দেলোয়ার হোসেন ও স্থানীয়দের বরাত দিয়ে সৌদিপ্রবাসী আকন মোহাম্মদ বশির আজকের পত্রিকাকে জানান, রিপনকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ রিপনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে রিপনের জানাজার ব্যবস্থা করা হবে। লাশ সংরক্ষণের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরবর্তীতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
পরিবারের সূত্রে জানা যায়, ছয় বছর ধরে সৌদি আরবে আছেন রিপন। গত বছর মায়ের মৃত্যুর খবর শুনে এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
সৌদি আরবের জুবাইলে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রিপন খান (৪২)। তাঁর বাড়ি বরগুনার পাথরঘাটায়।
আজ মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জুবাইল সাগর পাড়ের খুনানি মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হন তিনি। এরপর পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সৌদি আরবের স্থানীয় ব্যবসায়ী পাথরঘাটার আকন মোহাম্মদ বশির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ রিপন খান বরগুনার পাথরঘাটা বাজারের পুরোনো লেপ-তোশক ব্যবসায়ী মৃত মেনাজ উদ্দিন খলিফার ছোট ছেলে। তাঁদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।
রিপনের রুমমেট আরেক সৌদিপ্রবাসী পাথরঘাটার আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন ধরে ফজরের নামাজের পর হাঁটতে যেত রিপন। ঘটনার আগের রাতে আমরা সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আমি কাজে যাওয়ার সময় রিপনকে রুমে দেখতে পাইনি। তখন ভেবেছি সাগরপাড়ে হাঁটতে গেছে। পরবর্তীতে স্থানীয় সময় দশটার দিকে রিপনের মুঠোফোনে কল করলে বলদীয়ার (স্থানীয় প্রশাসন) লোকেরা জানায় রিপন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
নিহতের বড় ভাই মোহাম্মদ লিটন খাঁন জানান, ‘আমি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে চ্যানেল আইয়ের অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুমের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর জানতে পারি। রিপনের একটি মেয়ে আছে। ওর লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সেখানকার লোকেদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছি।’
জুবাইল জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক দেলোয়ার হোসেন ও স্থানীয়দের বরাত দিয়ে সৌদিপ্রবাসী আকন মোহাম্মদ বশির আজকের পত্রিকাকে জানান, রিপনকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ রিপনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে রিপনের জানাজার ব্যবস্থা করা হবে। লাশ সংরক্ষণের জন্য হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরবর্তীতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
পরিবারের সূত্রে জানা যায়, ছয় বছর ধরে সৌদি আরবে আছেন রিপন। গত বছর মায়ের মৃত্যুর খবর শুনে এক মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ছয় ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাতে কাজিরহাট রুটে দুটি ও পাটুরিয়ায় তিনটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে...
১ ঘণ্টা আগেফরিদপুরের মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে দুপাশে ঘন গজারি বন। গাছপালা কেটে বনভূমি উজাড় ও জবরদখল করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের তোয়াক্কা না করে রাস্তা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী। উপজেলা প্রশাসন এই কাজ দ্রুত বন্ধের কথা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। এ
৯ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে কোটচাঁদপুরের সামাউল ইসলাম ও তাঁর পরিবারের। অর্থনৈতিক সংকটের কারণে তাঁর মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
৯ ঘণ্টা আগে