ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দেখতে পেয়ে ওই বাড়িতে থাকা দুই ব্যক্তির একজন পলিথিনে মোড়ানো ইয়াবা ভর্তি দুটি পোঁটলা গিলে ফেলেন। পরবর্তীতে পোটলাগুলো বের করতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
আজ রোববার বিকেলে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় তুহিন হাওলাদারের (৩৮) নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন জানান, অভিযানে তুহিন হাওলাদার ও রোজি আক্তার (২৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং রোজি আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে রোজির কাছে ৭ পিস ও তুহিন হাওলাদারের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেলেও পলিথিনে মোড়ানো বাকি দুটি পোঁটলা তুহিন গিলে ফেলে। সেখানে প্রায় ২০০ পিস ইয়াবা আছে বলে জানা গেছে।
তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স-রে করিয়ে পেটের ভেতর দুটি পোঁটলা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। পরবর্তীতে তা উদ্ধারের জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যতদিন অবৈধভাবে এ ধরনের ব্যবসা চলমান থাকবে, অভিযানও অব্যাহত থাকবে।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় এক ব্যক্তি পলিথিনে মোড়ানো দুইটি পোঁটলা গিলে ফেলায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা বের করার জন্য বর্তমানে সে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উক্ত অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও ঝালকাঠি সদর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দেখতে পেয়ে ওই বাড়িতে থাকা দুই ব্যক্তির একজন পলিথিনে মোড়ানো ইয়াবা ভর্তি দুটি পোঁটলা গিলে ফেলেন। পরবর্তীতে পোটলাগুলো বের করতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
আজ রোববার বিকেলে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় তুহিন হাওলাদারের (৩৮) নিজ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন জানান, অভিযানে তুহিন হাওলাদার ও রোজি আক্তার (২৬) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং রোজি আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে রোজির কাছে ৭ পিস ও তুহিন হাওলাদারের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া গেলেও পলিথিনে মোড়ানো বাকি দুটি পোঁটলা তুহিন গিলে ফেলে। সেখানে প্রায় ২০০ পিস ইয়াবা আছে বলে জানা গেছে।
তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স-রে করিয়ে পেটের ভেতর দুটি পোঁটলা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। পরবর্তীতে তা উদ্ধারের জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যতদিন অবৈধভাবে এ ধরনের ব্যবসা চলমান থাকবে, অভিযানও অব্যাহত থাকবে।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় এক ব্যক্তি পলিথিনে মোড়ানো দুইটি পোঁটলা গিলে ফেলায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা বের করার জন্য বর্তমানে সে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উক্ত অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও ঝালকাঠি সদর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৪ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
৫ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
৭ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৮ মিনিট আগে