পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্বে এবং সোনারচর থেকে ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মাছ ধরার প্রায় ১০টি ট্রলার থেকে অন্তত কোটি টাকার মাছ ও মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে ট্রলারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া পাথরঘাটার আবদুল্লাহর মালিকানার এফবি জুনায়েদ ও আলম মোল্লার মালিকানার এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের নাম পাওয়া গেছে।
এফবি জুনায়েদ ট্রলারের মাঝি শাহজাহান ও মালিক আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে কূলে ফিরে আসার পথে ৩০ জনের অস্ত্রধারী ডাকাতদল ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে ৮ লাখ টাকার মাছ, ১০০০ লিটার তেল ও জেলেদের মোবাইল ফোনসহ অনেক মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে চলে যায়। এ সময় বাধা দিলে জেলেদের পিটিয়ে আহত করে। এর মধ্যে গুরুতর আহত মিরাজ, খোকন, মন্টু ও শাহজাহানকে দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের মালিক আলম মোল্লা বলেন, ‘আমার ট্রলার থেকে অস্ত্রধারী ডাকাতেরা অন্তত ১২ লাখ টাকার মাছ নিয়ে যায়, এ সময় জেলেরা বাধা দিলে হোসেন মাঝিকে কুপিয়ে জখম করে। তার অবস্থা গুরুতর বলে সাগর থেকে জেলেরা জানিয়েছে। ট্রলার এখনো ঘাটে এসে পৌঁছায়নি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘বঙ্গোপসাগরে সশস্ত্র ট্রলার ডাকাতি হয়েছে। এখন পর্যন্ত দুটি ট্রলারের তথ্য পেলেও ফিরে আসা জেলেরা জানিয়েছেন, অন্তত ১০টি ট্রলার ডাকাতি করে মাছ ও মালামাল লুট হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয় র্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশকে জানানো হয়েছে।’
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটার কমান্ডার লে. মোমিন বলেন, ডাকাতির খবর এখন পর্যন্ত শোনেননি। এ বিষয়ে নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
বরগুনার পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্বে এবং সোনারচর থেকে ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মাছ ধরার প্রায় ১০টি ট্রলার থেকে অন্তত কোটি টাকার মাছ ও মালামাল লুট করে নিয়েছে ডাকাত দল।
শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে ট্রলারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া পাথরঘাটার আবদুল্লাহর মালিকানার এফবি জুনায়েদ ও আলম মোল্লার মালিকানার এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের নাম পাওয়া গেছে।
এফবি জুনায়েদ ট্রলারের মাঝি শাহজাহান ও মালিক আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে কূলে ফিরে আসার পথে ৩০ জনের অস্ত্রধারী ডাকাতদল ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে ৮ লাখ টাকার মাছ, ১০০০ লিটার তেল ও জেলেদের মোবাইল ফোনসহ অনেক মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে চলে যায়। এ সময় বাধা দিলে জেলেদের পিটিয়ে আহত করে। এর মধ্যে গুরুতর আহত মিরাজ, খোকন, মন্টু ও শাহজাহানকে দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের মালিক আলম মোল্লা বলেন, ‘আমার ট্রলার থেকে অস্ত্রধারী ডাকাতেরা অন্তত ১২ লাখ টাকার মাছ নিয়ে যায়, এ সময় জেলেরা বাধা দিলে হোসেন মাঝিকে কুপিয়ে জখম করে। তার অবস্থা গুরুতর বলে সাগর থেকে জেলেরা জানিয়েছে। ট্রলার এখনো ঘাটে এসে পৌঁছায়নি।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘বঙ্গোপসাগরে সশস্ত্র ট্রলার ডাকাতি হয়েছে। এখন পর্যন্ত দুটি ট্রলারের তথ্য পেলেও ফিরে আসা জেলেরা জানিয়েছেন, অন্তত ১০টি ট্রলার ডাকাতি করে মাছ ও মালামাল লুট হয়েছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি। এ বিষয় র্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশকে জানানো হয়েছে।’
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটার কমান্ডার লে. মোমিন বলেন, ডাকাতির খবর এখন পর্যন্ত শোনেননি। এ বিষয়ে নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
২৩ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
২৬ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩৭ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে