ঈদ বোনাস–বেতনের দাবিতে বরিশালে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ২২: ৫৩

নিত্যপণ্যের দাম কমানো ও ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবিতে বরিশাল নগরীতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজিত বিক্ষোভে কয়েক শ শ্রমিক অংশ নেন। আজ রোববার সকালে নগরের অশ্বিনীকুমার হলের সামনে সমাবেশ এবং পরে বিক্ষোভ মিছিল হয়। 

সমাবেশে বক্তারা বলেন, সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নেই। বেশির ভাগ কল-কারখানায় ঈদের আগে বেতন-বোনাস নিয়ে মালিকপক্ষের অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। 

থ্রি-হুইলারের জন্য পার্কিং স্ট্যান্ড ও মহাসড়কে আলাদা লেন না করে যানবাহন চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ ছাড়া পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধে করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। 

শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি দুলাল মল্লিক এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের নেতা শহিদুল ইসলাম, মাসুম গাজী, শহিদুল ইসলাম, আইউব আলী, ছাত্র ফ্রন্ট নেতা বিজন সিকদার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত