নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে ও তিন দফা দাবিতে পালন করা কর্মবিরতি দুই দিন পর আজ সোমবার প্রত্যাহার করে নিয়েছেন কর্মচারীরা। সেই সঙ্গে সব পরিচ্ছন্নতাকর্মীকে কাজে যোগ দিয়ে বন্ধ থাকা নগর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার এসব তথ্য জানান। তিনি বলেন, আজ দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসারের সঙ্গে আমাদের নেতাদের বৈঠক হয়েছে। সেখানে প্রশাসক তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। যার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার থেকে শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সেলিম জোমাদ্দার আরও বলেন, ‘আমাদের তিনটি দাবির মধ্যে ছাঁটাই করা ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের বিষয় ছিল। তবে এটি সম্ভব না হলেও ১৬০ জন শ্রমিকের মধ্যে যাঁদের ছেলেসন্তান রয়েছে তাঁদের চাকরির ব্যবস্থা সিটি করপোরেশনেই করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আর যাঁদের ছেলেসন্তান নেই তাঁদের জন্য নির্ধারিত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে টাকার পরিমাণ ৩০ জানুয়ারির মধ্যে জানিয়ে দেওয়া হবে।
সেলিম জোমাদ্দার বলেন, সিটি করপোরেশনে কর্মরত সব শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করা, সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক দেওয়া এবং বেতনবৈষম্য নিরসন করে প্রাপ্য সব ভাতা পরিশোধেরও আশ্বাস দেওয়া হয়েছে।
শ্রমিকেরা আজ সোমবার বিকেলে তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়ে সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার বলেন, শ্রমিকদের বলেছি নাগরিকদের ভোগান্তি লাঘবে সব ময়লা অপসারণ করে শহরকে পরিষ্কার করতে।
তিন দফা দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন, হরিজনসহ বিভিন্ন ব্যানারে নগর ভবনের সামনে প্রথমে কর্মবিরতির মাধ্যম মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে ও তিন দফা দাবিতে পালন করা কর্মবিরতি দুই দিন পর আজ সোমবার প্রত্যাহার করে নিয়েছেন কর্মচারীরা। সেই সঙ্গে সব পরিচ্ছন্নতাকর্মীকে কাজে যোগ দিয়ে বন্ধ থাকা নগর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার এসব তথ্য জানান। তিনি বলেন, আজ দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসারের সঙ্গে আমাদের নেতাদের বৈঠক হয়েছে। সেখানে প্রশাসক তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। যার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার থেকে শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সেলিম জোমাদ্দার আরও বলেন, ‘আমাদের তিনটি দাবির মধ্যে ছাঁটাই করা ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের বিষয় ছিল। তবে এটি সম্ভব না হলেও ১৬০ জন শ্রমিকের মধ্যে যাঁদের ছেলেসন্তান রয়েছে তাঁদের চাকরির ব্যবস্থা সিটি করপোরেশনেই করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আর যাঁদের ছেলেসন্তান নেই তাঁদের জন্য নির্ধারিত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে টাকার পরিমাণ ৩০ জানুয়ারির মধ্যে জানিয়ে দেওয়া হবে।
সেলিম জোমাদ্দার বলেন, সিটি করপোরেশনে কর্মরত সব শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করা, সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক দেওয়া এবং বেতনবৈষম্য নিরসন করে প্রাপ্য সব ভাতা পরিশোধেরও আশ্বাস দেওয়া হয়েছে।
শ্রমিকেরা আজ সোমবার বিকেলে তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়ে সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার বলেন, শ্রমিকদের বলেছি নাগরিকদের ভোগান্তি লাঘবে সব ময়লা অপসারণ করে শহরকে পরিষ্কার করতে।
তিন দফা দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন, হরিজনসহ বিভিন্ন ব্যানারে নগর ভবনের সামনে প্রথমে কর্মবিরতির মাধ্যম মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
রংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৬ ঘণ্টা আগেকারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
৭ ঘণ্টা আগেরাজধানীর কলাবাগান এলাকা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) টাইটাস হিল্লোল রেমার (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে কলাবাগান থানা–পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন।
৮ ঘণ্টা আগে