Ajker Patrika

২ দিন পর কর্মবিরতি প্রত্যাহার বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কর্মবিরতিতে বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা
কর্মবিরতিতে বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে ও তিন দফা দাবিতে পালন করা কর্মবিরতি দুই দিন পর আজ সোমবার প্রত্যাহার করে নিয়েছেন কর্মচারীরা। সেই সঙ্গে সব পরিচ্ছন্নতাকর্মীকে কাজে যোগ দিয়ে বন্ধ থাকা নগর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার এসব তথ্য জানান। তিনি বলেন, আজ দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসারের সঙ্গে আমাদের নেতাদের বৈঠক হয়েছে। সেখানে প্রশাসক তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। যার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার থেকে শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সেলিম জোমাদ্দার আরও বলেন, ‘আমাদের তিনটি দাবির মধ্যে ছাঁটাই করা ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের বিষয় ছিল। তবে এটি সম্ভব না হলেও ১৬০ জন শ্রমিকের মধ্যে যাঁদের ছেলেসন্তান রয়েছে তাঁদের চাকরির ব্যবস্থা সিটি করপোরেশনেই করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আর যাঁদের ছেলেসন্তান নেই তাঁদের জন্য নির্ধারিত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে টাকার পরিমাণ ৩০ জানুয়ারির মধ্যে জানিয়ে দেওয়া হবে।

সেলিম জোমাদ্দার বলেন, সিটি করপোরেশনে কর্মরত সব শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করা, সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক দেওয়া এবং বেতনবৈষম্য নিরসন করে প্রাপ্য সব ভাতা পরিশোধেরও আশ্বাস দেওয়া হয়েছে।

শ্রমিকেরা আজ সোমবার বিকেলে তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়ে সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার বলেন, শ্রমিকদের বলেছি নাগরিকদের ভোগান্তি লাঘবে সব ময়লা অপসারণ করে শহরকে পরিষ্কার করতে।

তিন দফা দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন, হরিজনসহ বিভিন্ন ব্যানারে নগর ভবনের সামনে প্রথমে কর্মবিরতির মাধ্যম মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত