নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, সন্তানের মা হতে না পারায় শাশুড়ির নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
গতকাল রোববার বিকেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত গৃহবধূর নাম রাজিয়া আক্তার (২২)। তিনি উপজেলার পশ্চিম ইলুহার গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
গৃহবধূর বাবা অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর রাজিয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁর পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। অস্ত্রোপচারের কারণে ভ্রূণ নষ্ট হয়ে যায়। এরপর চেষ্টা করেও তিনি আর মা হতে পারেননি। এ কারণে তাঁর শাশুড়ি সব সময় মানসিকভাবে নির্যাতন করত। এ নিয়ে মেয়ের সংসারে প্রায় কলহ লেগে থাকত।
তিনি আরও বলেন, ‘ঘটনার দিন রোববার দুপুরে একবার মোবাইল ফোনে মেয়ের সঙ্গে কথা হয়েছিল। পরে বিকেলে জানতে পারি শ্বশুরবাড়ির বারান্দায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। শাশুড়ির নির্যাতনে মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, সন্তানের মা হতে না পারায় শাশুড়ির নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
গতকাল রোববার বিকেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত গৃহবধূর নাম রাজিয়া আক্তার (২২)। তিনি উপজেলার পশ্চিম ইলুহার গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
গৃহবধূর বাবা অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর রাজিয়া অসুস্থ হয়ে পড়েন। তাঁর পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। অস্ত্রোপচারের কারণে ভ্রূণ নষ্ট হয়ে যায়। এরপর চেষ্টা করেও তিনি আর মা হতে পারেননি। এ কারণে তাঁর শাশুড়ি সব সময় মানসিকভাবে নির্যাতন করত। এ নিয়ে মেয়ের সংসারে প্রায় কলহ লেগে থাকত।
তিনি আরও বলেন, ‘ঘটনার দিন রোববার দুপুরে একবার মোবাইল ফোনে মেয়ের সঙ্গে কথা হয়েছিল। পরে বিকেলে জানতে পারি শ্বশুরবাড়ির বারান্দায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। শাশুড়ির নির্যাতনে মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপির ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন। আমরা দেশ ও জনগণকে নিয়ে আলোচনা করেছি। এখন এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। আমার ওপর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, আমার মায়ের ওপর অত্যাচার হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে...
৫ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে ধরে নিয়ে গেছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং সীমান্তের বগার দ্বীপ এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যায়।
২০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে ‘স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত’ শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই চিত্র প্রদর্শনী ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যেখানে বড় একটি ব্যানারে...
৩৩ মিনিট আগেরডে মরচে ধরেছে, কাঠের বাটাম পচে যাওয়ার অবস্থা—খাগড়াছড়ির রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন ভবনের অবস্থা এমনই। জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালে। দুই বছরে কাজ সম্পন্ন হবে বলা হলেও পাঁচ বছরেও ভবনটি অর্ধেকের বেশি অসম্পূর্ণ।
৩৯ মিনিট আগে