Ajker Patrika

ভান্ডারিয়ায় আ.লীগ-জাতীয় পার্টি (মঞ্জু) সংঘর্ষ, আহত ২০ 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১২: ০৬
ভান্ডারিয়ায় আ.লীগ-জাতীয় পার্টি (মঞ্জু) সংঘর্ষ, আহত ২০ 

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১৫ ও জাতীয় পার্টির তিনজন রয়েছেন। এ ঘটনায় কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। 
এ সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয় ও বাসভবন ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে তিনটি মাইক্রোবাস। আগুন দেওয়া হয়েছে দুটি মোটরসাইকেলে। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ বলেন, ‘তেলিখালীতে ইফতার শেষে জাতীয় পার্টির (মঞ্জু) নেতা-কর্মীরা ভান্ডারিয়ায় ফেরার পথে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একটু পরে জেপির (মঞ্জু) নেতা-কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে আমার ব্যবসায়িক কার্যালয় ভাঙচুর ও লুট করে। পরে তারা আমার বাসভবনেও হামলা চালায়। 
এ সময় প্রতিহত করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় উপজেলা ছাত্রলীগের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’ 

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, ‘শিশির দত্ত, উজ্জ্বল, চপল হাওলাদার, ফারুক খান, অনিক মণ্ডল, মিরাজ, তন্ময়, জকি খানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

উপজেলা আওয়ামী লীগে সভাপতি ও পৌর প্রশাসক ফায়জুর রশিদ খসরু বলেন, ‘গতকাল তেলিখালীতে জেপির ইফতার মাহফিল ছিল। সেখানে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে জেপির কর্মীরা হঠাৎ করে আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। আমাদের নেতা-কর্মীদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (মঞ্জু) নেতা-কর্মীদের কার্যালয় ও গাড়ি ভাঙচুরএ নিয়ে উপজেলা আওয়ামী লীগ তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল করেছে।’ 

জানতে চাইলে উপজেলা জাতীয় পার্টির (মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার বলেন, ‘তেলিখালীতে ইফতারে গেলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং তাদের হামলায় আমাদের তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাড়িতে ও ব্যবসায়িক কার্যালয়ের হামলা ও ভাঙচুরের বিষয়ে আমরা কিছুই জানি না।’ 

এ নিয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ‘তেলীখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এলাকায় পুলিশ ও র‍্যাব মোতায়েন আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেব।’ 

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। দুই পক্ষের লোকই আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত