বরিশাল মেট্রোপলিটন এলাকায় ২৬০ সিসি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

বরিশাল মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ চালু করা হয়েছে। আজ রোববার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় এই সেন্টারের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. জিহাদুল কবির। 

এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় স্থাপিত এ অত্যাধুনিক কমান্ড সেন্টার থেকে ২৬০টি সিসি ক্যামেরার মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন এলাকাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন এলাকায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের কার্যক্রম নজরদারি করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র নজরদারি করার জন্য মহানগরী এলাকায় ২৬০টি সিসি ক্যামেরা স্থাপন ও দক্ষ জনবল নিয়োগ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত