বরগুনা প্রতিনিধি
নির্বাচিত হলে ‘আখের মতো চিবিয়ে টাকা আদায় করা হবে’ বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) শোকজ পেলেন বরগুনার আমতলী পৌরসভার মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু। আজ সোমবার তাকে এই শোকজের চিঠি দেওয়া হয়।
একই সঙ্গে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসের ওপর হামলার বিষয় জানতে চেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপুকেও চিঠি দিয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরপরই মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু ও তার সমর্থকদের বিরুদ্ধে অপর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমানের সমর্থকদের মারধরের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক লিখিত ও থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
আমতলী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে অপর মেয়র প্রার্থী মতিয়ার রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে ওই বক্তব্যের ভিডিও আমাদের কাছে এসেছে।
তিনি বলেন, মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বক্তব্য পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৫ ও ১৮ ধারা লঙ্ঘন। যে কারণে আগামী দুই দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে তাঁকে (নান্নুকে) চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে আমতলী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরাজ কুমারকে মারধরের অভিযোগে আমতলী থানায় মামলা হয়েছে। বিষয়টি জানতে চেয়ে ওসিকে আমরা চিঠি দিয়েছি।
চিঠিতে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকের এক সভায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু বলেন, ‘আমি নির্বাচিত হলে যেসব ভোটার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিবাদ ও আমার পক্ষে কাজ করবেন তাহাদের ট্রেড লাইসেন্স, বাড়ির প্ল্যান, ওয়ারিশ সার্টিফিকেট সহ সব কাজ চোখের পলকে করে দেব। আর যারা ওসব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করবেন তাহাদের আখের মেশিনে যেভাবে রস বের করে–সেইভাবে নিংড়িয়ে নিংড়িয়ে টাকা আদায় করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদ প্রার্থী নাজমুল আহসান নান্নু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শোকজ পেয়েছি। যথাসময়ে লিখিত জবাব দেওয়া হবে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
অপর দিকে বর্তমান মেয়র মতিয়ার রহমান বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর সমর্থকেরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমার একাধিক কর্মী–সমর্থকে মারধর করেছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে আমার সেটাই প্রত্যাশা।’
আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি। ইভিএমে ভোটগ্রহণ হবে ৯ মার্চ।
নির্বাচিত হলে ‘আখের মতো চিবিয়ে টাকা আদায় করা হবে’ বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) শোকজ পেলেন বরগুনার আমতলী পৌরসভার মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু। আজ সোমবার তাকে এই শোকজের চিঠি দেওয়া হয়।
একই সঙ্গে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসের ওপর হামলার বিষয় জানতে চেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপুকেও চিঠি দিয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরপরই মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু ও তার সমর্থকদের বিরুদ্ধে অপর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমানের সমর্থকদের মারধরের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক লিখিত ও থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
আমতলী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে অপর মেয়র প্রার্থী মতিয়ার রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে ওই বক্তব্যের ভিডিও আমাদের কাছে এসেছে।
তিনি বলেন, মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বক্তব্য পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৫ ও ১৮ ধারা লঙ্ঘন। যে কারণে আগামী দুই দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে তাঁকে (নান্নুকে) চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে আমতলী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরাজ কুমারকে মারধরের অভিযোগে আমতলী থানায় মামলা হয়েছে। বিষয়টি জানতে চেয়ে ওসিকে আমরা চিঠি দিয়েছি।
চিঠিতে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকের এক সভায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু বলেন, ‘আমি নির্বাচিত হলে যেসব ভোটার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিবাদ ও আমার পক্ষে কাজ করবেন তাহাদের ট্রেড লাইসেন্স, বাড়ির প্ল্যান, ওয়ারিশ সার্টিফিকেট সহ সব কাজ চোখের পলকে করে দেব। আর যারা ওসব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করবেন তাহাদের আখের মেশিনে যেভাবে রস বের করে–সেইভাবে নিংড়িয়ে নিংড়িয়ে টাকা আদায় করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদ প্রার্থী নাজমুল আহসান নান্নু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শোকজ পেয়েছি। যথাসময়ে লিখিত জবাব দেওয়া হবে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
অপর দিকে বর্তমান মেয়র মতিয়ার রহমান বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর সমর্থকেরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমার একাধিক কর্মী–সমর্থকে মারধর করেছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে আমার সেটাই প্রত্যাশা।’
আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি। ইভিএমে ভোটগ্রহণ হবে ৯ মার্চ।
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১০ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
৩৩ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
৩৬ মিনিট আগেফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে