মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম কামরুল ইসলাম (১৯)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলায় কামরুল ইসলামের গ্রামের বাড়ি। এক মাস ধরে তিনি মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামে এক আত্মীয়ের বাসায় থাকছেন। বুধবার সন্ধ্যার পরে নান্নু শপিং কমপ্লেক্সে শেফা কসমেটিকস অ্যান্ড গার্মেন্টসের একটি দোকানে তিনি ঈদের পোশাক কিনতে যান। এ সময় তিনি নিজেকে সেনাবাহিনীর একজন সৈনিক পরিচয় দেন।
শেফা কসমেটিকস অ্যান্ড গার্মেন্টসের মালিক মো. নাসির হাওলাদার বলেন, ‘বুধবার রাতে কামরুল ইসলাম নামের এক যুবক দোকানে এসে কিছু কাপড় বাছাই করে। দর-দামের একপর্যায়ে নিজেকে সেনাবাহিনীর সৈনিক হিসেবে পরিচয় দেয়। উচ্চ স্বরে কথা বলে। দোকানে তখন আমার ছোট ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মিজান উপস্থিত ছিল। সে কামরুলের পরিচয় জানতে চাইলে তার কথায় সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে কামরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম কামরুল ইসলাম (১৯)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলায় কামরুল ইসলামের গ্রামের বাড়ি। এক মাস ধরে তিনি মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামে এক আত্মীয়ের বাসায় থাকছেন। বুধবার সন্ধ্যার পরে নান্নু শপিং কমপ্লেক্সে শেফা কসমেটিকস অ্যান্ড গার্মেন্টসের একটি দোকানে তিনি ঈদের পোশাক কিনতে যান। এ সময় তিনি নিজেকে সেনাবাহিনীর একজন সৈনিক পরিচয় দেন।
শেফা কসমেটিকস অ্যান্ড গার্মেন্টসের মালিক মো. নাসির হাওলাদার বলেন, ‘বুধবার রাতে কামরুল ইসলাম নামের এক যুবক দোকানে এসে কিছু কাপড় বাছাই করে। দর-দামের একপর্যায়ে নিজেকে সেনাবাহিনীর সৈনিক হিসেবে পরিচয় দেয়। উচ্চ স্বরে কথা বলে। দোকানে তখন আমার ছোট ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মিজান উপস্থিত ছিল। সে কামরুলের পরিচয় জানতে চাইলে তার কথায় সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে কামরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের গুলিতে প্রতিপক্ষের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে একটি প্রাইভেট কারে হামলা চালালে এ ঘটনা ঘটে। আহতরা বলছেন, তাঁরা সড়কে টহল দেওয়া পুলিশ সদস্যদের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। এর মধ্যেই পেছন থেকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে দুজন
৭ ঘণ্টা আগেনিজেদের মধ্যে সংঘর্ষ ও খুনের পর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির সদ্য ঘোষিত তিনটি কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল শনিবার রাতে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেরাজধানীর ডেমরায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) এক বিধবার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনের কেচি গেট ও দরজা খোলা অবস্থায় পায় তারা। ওই নারীর মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
৮ ঘণ্টা আগেবরিশালের আগৈলঝাড়ায় ৬ ও ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ পিটুনি দেওয়া হয়। অভিযুক্ত যুবকের নাম আব্দুর রহমান (৩৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা। তিনি কয়েক দিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ করেন বলে
৮ ঘণ্টা আগে