রাষ্ট্র ও সংবিধান সংস্কার সংসদের কাজ: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ২২: ১২
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার নগরীর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কার আগামী সংসদের কাজ। বাংলাদেশের মানুষের কাজ। সংস্কারের বিষয়ে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যেভাবে বিগত দিনে নিয়েছে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিজয় দিবসের শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।

এ সময় আমীর খসরু বলেন, আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি। প্রতিজ্ঞা করেছি বিএনপিসহ প্রায় ৫০টি দলের ঐকমত্যে আমরা আমাদের ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে পালন করব।

আগামী দিনের সংস্কারের কথা মাথায় রেখেই বিএনপি প্রস্তাব দিয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, আজকের এই দিনে চট্টগ্রামের গুরুত্ব অনেক বেশি। বিপ্লব উদ্যান থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিলেন। প্রধান ও প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছেন জিয়াউর রহমান।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, চট্টগ্রামের রেডিও স্টেশন থেকে প্রথম জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজ স্বাধীনতা পাওয়ার পেছনে যুদ্ধের যে প্রেরণা, স্বাধীনতা যুদ্ধের যে প্রেরণা, সেটা চট্টগ্রাম থেকে শুরু হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের।

বাকশালের কাছ থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে মুক্ত করেছিলেন দাবি করে আমীর খসরু বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি। অথচ স্বাধীনতার পর যখন বাকশাল হয়, এ বাকশালের মাধ্যমে সব রাজনৈতিক দলের মুখ বন্ধ করে দেয়। সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রিত করে এবং মুক্তিযোদ্ধাসহ দেশের লাখো মানুষের ওপর গুম, খুন, নিপীড়ন, নির্যাতন চালানো হয়।’

আমীর খসরু বলেন, ‘আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কার প্রথম করেছেন জিয়াউর রহমান। প্রথম সংস্কারটা হলো একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র। এটা ছিল প্রথম সংস্কার বাংলাদেশের। সংস্কার, সংস্কার যারা বলে তারা এগুলো বুঝে নাই, চিন্তা করে নাই। দ্বিতীয় সংস্কার হলো সরকারচালিত অর্থনীতি, যার মাধ্যমে আওয়ামী লীগের বাকশালরা লুটপাট করে দেশের দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় সংস্কার করেছিলেন, মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে।’

রাষ্ট্র ও সংবিধান সংস্কার আগামী সংসদের কাজ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত (সংস্কারের বিষয়) নেবে যেভাবে বিগত দিনে নিয়েছে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত