Ajker Patrika

ভারতে যাওয়ার সময় আখাউড়ায় বিজিবির হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
আটক নান্টু কুমার কর। ছবি: সংগৃহীত
আটক নান্টু কুমার কর। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।

আটক নান্টু কুমার কর (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। তিনি ফাজিলকারহাট ইউনিয়নের দৌলতপুর করপাড়া গ্রামের বাসিন্দা শচীন্দ্র করের ছেলে। নান্টু কর বন্দরের ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কন্টেইনার ইয়ার্ডে কর্মরত ছিলেন।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা ভারতে যাওয়ার চেষ্টা করছেন-এমন খবর আসে বিজিবির কাছে। এ সংবাদের ভিত্তিতে আখাউড়া স্থলবন্দর আইসিপি ক্যাম্পের জওয়ানরা বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে নান্টু কুমার করকে দুপুরে আটক করা হয়।

তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত