দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১২: ০৩
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২: ৫৪

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দফায় সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আজ বুধবার আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরাও তাদের আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি।’

তিনি আরও জানান, আগামীকাল ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ ও ১৭ অক্টোবর লক্ষ্মীপূজারও বন্ধ থাকবে দুই দিন। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে সাত দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে আগামী ১৯ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। 

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত