কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সাফ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।
গতকাল শনিবার রাতে কক্সবাজারের ইনানী সাগরপারের একটি হোটেলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক দেওয়া হয়।
এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দলের সদস্য ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপারের মর্যাদা পান।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সাফ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।
গতকাল শনিবার রাতে কক্সবাজারের ইনানী সাগরপারের একটি হোটেলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক দেওয়া হয়।
এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দলের সদস্য ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপারের মর্যাদা পান।
ফেসবুকে পরিচয়ের সূত্রে ধরে প্রেম। সেই প্রেমের টানে পাকিস্তানি যুবক আলীম উদ্দিন (২৮) এসেছেন খাগড়াছড়ি মাটিরাঙ্গায়। তিনি পাকিস্তানের লাহোরের বাসিন্দা এবং মৃত জেমীল উদ্দিনের ছেলে।
২ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি দ্বিতীয় বার চুরি হওয়ার পর মাইক ভাড়া করে ক্ষোভ ঝেরেছেন এক যুবক। চোরের উদ্দেশ্যে মাইকে গালি দিয়েছেন তিনি।
২৪ মিনিট আগেযশোরে আত্মসমর্পণকারী আওয়ামী লীগের ১৬৭ নেতা-কর্মীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক গোলাম কিবরিয়া এই নির্দেশ প্রদান করেন।
৩২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার তাকরিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ১২ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আসআদ তালহাকে (৩২) আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে