প্রতিনিধি
নোয়াখালী ও সাতক্ষীরা: অব্যাহতভাবে সংক্রমণ বাড়তে থাকায় নোয়াখালী ও সাতক্ষীরায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার সংশ্লিষ্ট জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত এক সপ্তাহে নোয়াখালীতে করোনা সংক্রমণ অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এক সপ্তাহে জেলায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৮৯। মারা গেছেন চারজন। আজ বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, গত কয়েক দিন নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার কয়েকটি উপজেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা, নোয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নে ৫ জুন (শনিবার) থেকে ১১ জুন (শুক্রবার) পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে এ লকডাউন কার্যকর হবে।
লকডাউনের আওতাভুক্ত এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাওয়া যাবে না। জরুরি সেবা–বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিসেবা চালু থাকবে।
করোনা নিয়ন্ত্রণ কমিটির ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
এদিকে সাতক্ষীরায় আজ (৪ জুন) মধ্যরাত থেকে ১১ জুন মধ্যরাত পর্যন্ত লকডউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে লকডাউন বাস্তবায়নে পূর্ণ প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, জেলাব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ চলাকালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স বিধিনেষেধের আওতার বাইরে থাকবে। ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সাপ্তাহিক হাট ও গরুর হাট।
কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় (মুদি) পণ্যের দোকান, খাবারের দোকান ও রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। তবে খাবারের দোকান ও রেস্তোরাঁয় শুধু খাবার বেচা যাবে। কেউ বসে খেতে পারবে না।
সাতক্ষীরায় এখন আমের ভরা মৌসুম। ক্রেতা ও বিক্রেতায় সরগরম আড়ত ও বাগান। লকডাউন চলাকালে আমের আড়ত বা বাজার পৃথক জায়গায় ছড়িয়ে আড়তদারদের মাধ্যমে বেচা যাবে। বাগান থেকে আম ট্রাকে পাঠানো যাবে। এ ছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহন চালু থাকবে।
মসজিদে নামাজ পড়ার বিষয়ে জেলা প্রশাসন জানায়, জাতীয় ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজ পড়া যাব। তবে সর্বোচ্চ ২০ জন মুসল্লি মসজিদে যেতে পারবেন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও স্বাস্থ্যবিধি মেনে কমসংখ্যক ব্যক্তি উপাসনা করতে পারবেন।
ভোমরা স্থলবন্দরের সব দোকান বন্ধ থাকবে। তবে বন্দরের কার্যক্রম সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চালু থাকবে। এ ছাড়া আন্তঃজেলা সব ধরনের যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
বিধিনিষেধ বাস্তবায়নে শনিবার থেকে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে দুটি করে এবং জেলা পর্যায়ে চারটি মোবাইল টিম মাঠে থাকবে।
সাতক্ষীরার সঙ্গে যশোর ও খুলনার সড়ক যোগাযোগের পয়েন্টগুলোতে পুলিশ চেকপোস্ট থাকবে। এ সময় জেলার সীমান্তে পারাপার বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জেলার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। ২৪ ঘণ্টা পুলিশ চেকপোস্টগুলো সক্রিয় থাকবে। পুলিশ টহল করবে। লকডাউন চলাকালীন বিধিনিষেধ অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।
জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন দুই নারী। করোনা সন্দেহে মারা গেছেন আরও দুজন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬০ জন চিকিৎসাধীন। এ ছাড়া অন্যান্য বেসরকারি হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে আছেন প্রায় ৩০০ জন।
নোয়াখালী ও সাতক্ষীরা: অব্যাহতভাবে সংক্রমণ বাড়তে থাকায় নোয়াখালী ও সাতক্ষীরায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার সংশ্লিষ্ট জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত এক সপ্তাহে নোয়াখালীতে করোনা সংক্রমণ অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এক সপ্তাহে জেলায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৮৯। মারা গেছেন চারজন। আজ বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, গত কয়েক দিন নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার কয়েকটি উপজেলায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা, নোয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নে ৫ জুন (শনিবার) থেকে ১১ জুন (শুক্রবার) পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে এ লকডাউন কার্যকর হবে।
লকডাউনের আওতাভুক্ত এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাওয়া যাবে না। জরুরি সেবা–বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিসেবা চালু থাকবে।
করোনা নিয়ন্ত্রণ কমিটির ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
এদিকে সাতক্ষীরায় আজ (৪ জুন) মধ্যরাত থেকে ১১ জুন মধ্যরাত পর্যন্ত লকডউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে লকডাউন বাস্তবায়নে পূর্ণ প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, জেলাব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ চলাকালে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স বিধিনেষেধের আওতার বাইরে থাকবে। ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সাপ্তাহিক হাট ও গরুর হাট।
কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় (মুদি) পণ্যের দোকান, খাবারের দোকান ও রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। তবে খাবারের দোকান ও রেস্তোরাঁয় শুধু খাবার বেচা যাবে। কেউ বসে খেতে পারবে না।
সাতক্ষীরায় এখন আমের ভরা মৌসুম। ক্রেতা ও বিক্রেতায় সরগরম আড়ত ও বাগান। লকডাউন চলাকালে আমের আড়ত বা বাজার পৃথক জায়গায় ছড়িয়ে আড়তদারদের মাধ্যমে বেচা যাবে। বাগান থেকে আম ট্রাকে পাঠানো যাবে। এ ছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহন চালু থাকবে।
মসজিদে নামাজ পড়ার বিষয়ে জেলা প্রশাসন জানায়, জাতীয় ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজ পড়া যাব। তবে সর্বোচ্চ ২০ জন মুসল্লি মসজিদে যেতে পারবেন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও স্বাস্থ্যবিধি মেনে কমসংখ্যক ব্যক্তি উপাসনা করতে পারবেন।
ভোমরা স্থলবন্দরের সব দোকান বন্ধ থাকবে। তবে বন্দরের কার্যক্রম সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চালু থাকবে। এ ছাড়া আন্তঃজেলা সব ধরনের যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
বিধিনিষেধ বাস্তবায়নে শনিবার থেকে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে দুটি করে এবং জেলা পর্যায়ে চারটি মোবাইল টিম মাঠে থাকবে।
সাতক্ষীরার সঙ্গে যশোর ও খুলনার সড়ক যোগাযোগের পয়েন্টগুলোতে পুলিশ চেকপোস্ট থাকবে। এ সময় জেলার সীমান্তে পারাপার বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জেলার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। ২৪ ঘণ্টা পুলিশ চেকপোস্টগুলো সক্রিয় থাকবে। পুলিশ টহল করবে। লকডাউন চলাকালীন বিধিনিষেধ অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।
জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন দুই নারী। করোনা সন্দেহে মারা গেছেন আরও দুজন। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬০ জন চিকিৎসাধীন। এ ছাড়া অন্যান্য বেসরকারি হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে আছেন প্রায় ৩০০ জন।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
২ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৫ ঘণ্টা আগে