সিলেট প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারা দেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মনজুর আহমদ, সিমান্ত রায়, হারুন আহমদ, মাহফুজ হাছান, মিজান আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবী নিহত হওয়ার ঘটনায় আমরা নিন্দা জানাই। একই সঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেপ্তারেরও দাবি জানাই। আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছুসংখ্যক সাধারণ মানুষ হিন্দু ও মুসলমানে বিভক্ত হচ্ছেন, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। এই প্রচারের বিরুদ্ধে সকল সচেতন মানুষকে রুখে দাঁড়াতে হবে। একটি অপশক্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গণ–অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্য ও সংহতি নষ্ট করতে চায়। কিন্তু গণ–অভ্যুত্থানের চেতনা সেটা ছিল না। এই অভ্যুত্থানে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রাণ দিয়েছেন একটা গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য। তাঁদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। তাঁরা এই ধরনের বিভক্তি ও বিদ্বেষের বাংলাদেশ দেখতে জীবনদান করেননি।’
বক্তারা সারা দেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারা দেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মনজুর আহমদ, সিমান্ত রায়, হারুন আহমদ, মাহফুজ হাছান, মিজান আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবী নিহত হওয়ার ঘটনায় আমরা নিন্দা জানাই। একই সঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেপ্তারেরও দাবি জানাই। আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছুসংখ্যক সাধারণ মানুষ হিন্দু ও মুসলমানে বিভক্ত হচ্ছেন, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। এই প্রচারের বিরুদ্ধে সকল সচেতন মানুষকে রুখে দাঁড়াতে হবে। একটি অপশক্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গণ–অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্য ও সংহতি নষ্ট করতে চায়। কিন্তু গণ–অভ্যুত্থানের চেতনা সেটা ছিল না। এই অভ্যুত্থানে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রাণ দিয়েছেন একটা গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য। তাঁদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। তাঁরা এই ধরনের বিভক্তি ও বিদ্বেষের বাংলাদেশ দেখতে জীবনদান করেননি।’
বক্তারা সারা দেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৩ ঘণ্টা আগেআওয়ামী সমর্থক অপবাদ দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার উপজেলার চড়কগাছিয়া গ্রামের সাপলেজা মাছ বাজারে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
৩ ঘণ্টা আগে