সিলেট প্রতিনিধি
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারা দেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মনজুর আহমদ, সিমান্ত রায়, হারুন আহমদ, মাহফুজ হাছান, মিজান আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবী নিহত হওয়ার ঘটনায় আমরা নিন্দা জানাই। একই সঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেপ্তারেরও দাবি জানাই। আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছুসংখ্যক সাধারণ মানুষ হিন্দু ও মুসলমানে বিভক্ত হচ্ছেন, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। এই প্রচারের বিরুদ্ধে সকল সচেতন মানুষকে রুখে দাঁড়াতে হবে। একটি অপশক্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গণ–অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্য ও সংহতি নষ্ট করতে চায়। কিন্তু গণ–অভ্যুত্থানের চেতনা সেটা ছিল না। এই অভ্যুত্থানে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রাণ দিয়েছেন একটা গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য। তাঁদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। তাঁরা এই ধরনের বিভক্তি ও বিদ্বেষের বাংলাদেশ দেখতে জীবনদান করেননি।’
বক্তারা সারা দেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারা দেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মনজুর আহমদ, সিমান্ত রায়, হারুন আহমদ, মাহফুজ হাছান, মিজান আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবী নিহত হওয়ার ঘটনায় আমরা নিন্দা জানাই। একই সঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেপ্তারেরও দাবি জানাই। আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছুসংখ্যক সাধারণ মানুষ হিন্দু ও মুসলমানে বিভক্ত হচ্ছেন, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। এই প্রচারের বিরুদ্ধে সকল সচেতন মানুষকে রুখে দাঁড়াতে হবে। একটি অপশক্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গণ–অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্য ও সংহতি নষ্ট করতে চায়। কিন্তু গণ–অভ্যুত্থানের চেতনা সেটা ছিল না। এই অভ্যুত্থানে হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রাণ দিয়েছেন একটা গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য। তাঁদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। তাঁরা এই ধরনের বিভক্তি ও বিদ্বেষের বাংলাদেশ দেখতে জীবনদান করেননি।’
বক্তারা সারা দেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে