Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৪: ২৭
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় চারটি নৌকা এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা। 

গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। পরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরিশালের মেহেদীগঞ্জের রাজীব হোসেন, দেলু বাঘা, মো. ইউসুফ, মোহাম্মদ সিয়াম, মো. মিজান, তারেক  হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী, শাহজাহান সর্দার ও আবদুর রশিদ। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ কেজি ইলিশসহ অন্য প্রজাতির ১ হাজার ৩৭৫ কেজি মাছ জব্দ করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া বরফকলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত