লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় চারটি নৌকা এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। পরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরিশালের মেহেদীগঞ্জের রাজীব হোসেন, দেলু বাঘা, মো. ইউসুফ, মোহাম্মদ সিয়াম, মো. মিজান, তারেক হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী, শাহজাহান সর্দার ও আবদুর রশিদ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ কেজি ইলিশসহ অন্য প্রজাতির ১ হাজার ৩৭৫ কেজি মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া বরফকলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় চারটি নৌকা এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। পরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরিশালের মেহেদীগঞ্জের রাজীব হোসেন, দেলু বাঘা, মো. ইউসুফ, মোহাম্মদ সিয়াম, মো. মিজান, তারেক হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী, শাহজাহান সর্দার ও আবদুর রশিদ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ কেজি ইলিশসহ অন্য প্রজাতির ১ হাজার ৩৭৫ কেজি মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া বরফকলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার শহরের সবুজবাগ মোড়ে সংগঠনের হলরুমে এ সংবাদ সম্মেলন হয়।
৫ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ৩২ টন চাল জব্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান অভিযানে নেতৃত্ব দেন।
১৩ মিনিট আগেজুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ৪ দফা দাবি উত্থাপন করেছে। দাবি পূরণে ১০০ দিনের আলটিমেটাম দিয়ে আগামী ৫ আগস্ট ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
১৩ মিনিট আগেছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন। পদত্যাগ করে যোগদানকারী নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া
১৭ মিনিট আগে