ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঋণের কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহকের ঘরে বেসরকারি একটি ঋণদাতা সংস্থার (এনজিও) কর্মীরা তালা দিয়েছেন। গত শুক্রবার বিকেলে ঘরে তালা দেওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে তিন দিন ধরে বাইরে থাকছে ওই পরিবার। উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঋণদাতা প্রতিষ্ঠান সোপিরেট হাইমচর শাখার ক্রেডিট মাঠ কর্মকর্তা আতিকুর রহমান এ তালা লাগিয়েছেন। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘কিস্তির টাকার জন্য বাড়িতে গেলে তাঁরা টাকা দিতে পারেননি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে বসতঘরে তালা লাগিয়েছি।’
ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া মাকছুদা বেগম ফরিদগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের সবজিবিক্রেতা বোরহান সওদাগরের স্ত্রী।
গ্রাহক মাকছুদা বেগম জানান, সোপিরেট এনজিও থেকে তাঁরা ১ লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। প্রতি মাসে ১০ হাজার টাকা হারে ঋণ পরিশোধ করে ৫২ হাজার টাকা ইতিমধ্যে পরিশোধ করেছেন। সম্প্রতি বর্ষকালের বৃষ্টির কারণে তাঁর স্বামী সবজি ও দেশীয় ফল বিক্রির উদ্দেশ্যে যেতে না পারায় এনজিওটির দুই কিস্তির টাকা দিতে পারেননি।
মাকছুদা বেগম বলেন, ‘সোপিরেট এনজিওর বইতে আমাদের সঞ্চয়ের টাকা জমা থাকলেও তারা আমাদের সঞ্চয় থেকে টাকা কাটেনি। ক্ষিপ্ত হয়ে এনজিওর লোকজন আমাদের ঘরে তালা লাগিয়েছে। তিন দিন ধরে ঘরে প্রবেশ করতে পারি না। চার সন্তান নিয়ে ঘরের দরজার সামনে অনাহারে জীবন যাপন করতে হচ্ছে।’
সোপিরেট এনজিওর ক্রেডিট প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘ঋণগ্রহীতার ঘরে তালা লাগানোর কোনো নিয়ম নেই, এটা পরিস্থিতির কারণে হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘এই সংস্থা ঋণের টাকা না পেলে আমাকে জানানো উচিত ছিল, প্রয়োজনে আমি ঋণের টাকা পরিশোধের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তারা ঘরে তালা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করতে পারে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে আমি জেনেছি, বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঋণের কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহকের ঘরে বেসরকারি একটি ঋণদাতা সংস্থার (এনজিও) কর্মীরা তালা দিয়েছেন। গত শুক্রবার বিকেলে ঘরে তালা দেওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে তিন দিন ধরে বাইরে থাকছে ওই পরিবার। উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঋণদাতা প্রতিষ্ঠান সোপিরেট হাইমচর শাখার ক্রেডিট মাঠ কর্মকর্তা আতিকুর রহমান এ তালা লাগিয়েছেন। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘কিস্তির টাকার জন্য বাড়িতে গেলে তাঁরা টাকা দিতে পারেননি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে বসতঘরে তালা লাগিয়েছি।’
ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া মাকছুদা বেগম ফরিদগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের সবজিবিক্রেতা বোরহান সওদাগরের স্ত্রী।
গ্রাহক মাকছুদা বেগম জানান, সোপিরেট এনজিও থেকে তাঁরা ১ লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন। প্রতি মাসে ১০ হাজার টাকা হারে ঋণ পরিশোধ করে ৫২ হাজার টাকা ইতিমধ্যে পরিশোধ করেছেন। সম্প্রতি বর্ষকালের বৃষ্টির কারণে তাঁর স্বামী সবজি ও দেশীয় ফল বিক্রির উদ্দেশ্যে যেতে না পারায় এনজিওটির দুই কিস্তির টাকা দিতে পারেননি।
মাকছুদা বেগম বলেন, ‘সোপিরেট এনজিওর বইতে আমাদের সঞ্চয়ের টাকা জমা থাকলেও তারা আমাদের সঞ্চয় থেকে টাকা কাটেনি। ক্ষিপ্ত হয়ে এনজিওর লোকজন আমাদের ঘরে তালা লাগিয়েছে। তিন দিন ধরে ঘরে প্রবেশ করতে পারি না। চার সন্তান নিয়ে ঘরের দরজার সামনে অনাহারে জীবন যাপন করতে হচ্ছে।’
সোপিরেট এনজিওর ক্রেডিট প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘ঋণগ্রহীতার ঘরে তালা লাগানোর কোনো নিয়ম নেই, এটা পরিস্থিতির কারণে হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘এই সংস্থা ঋণের টাকা না পেলে আমাকে জানানো উচিত ছিল, প্রয়োজনে আমি ঋণের টাকা পরিশোধের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তারা ঘরে তালা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করতে পারে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে আমি জেনেছি, বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাভারের বিরুলিয়া থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে একটি পোশাক কারখানার পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর লাশ ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।
৩ মিনিট আগেদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার শহরের সবুজবাগ মোড়ে সংগঠনের হলরুমে এ সংবাদ সম্মেলন হয়।
৩৫ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি ৩২ টন চাল জব্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান অভিযানে নেতৃত্ব দেন।
৪২ মিনিট আগেজুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ৪ দফা দাবি উত্থাপন করেছে। দাবি পূরণে ১০০ দিনের আলটিমেটাম দিয়ে আগামী ৫ আগস্ট ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
৪৩ মিনিট আগে