সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে মো. ফিরোজ খান (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফিরোজ খান বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে এবং বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
স্বজনেরা জানিয়েছেন, গভীর রাতে ফিরোজকে তাঁর বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তারা তাকে একটি খালি জমিতে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর বোনের বাড়ির সামনে ফেলে যায়।
নিহত ফিরোজের ফুপাতো ভাই মোশারফ হোসেন বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই বাড়ি থেকে কিছুটা দূরে তার এক বোনের বাড়িতে চলে যান ফিরোজ। সেখানেই থাকতেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দুর্বৃত্তের দল তাঁকে ওই বাড়ি থেকে ডেকে খালি জমিতে নিয়ে যায়। এরপর সেখানে তাঁকে এলোপাতাড়ি কোপায়। মৃত্যু নিশ্চিতের পর রক্তাক্ত অবস্থায় দুর্বৃত্তরা ফিরোজকে তাঁর বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোশারফ দাবি করেন, তাঁর মামাতো ভাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁকে এমন নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, যুবলীগ নেতা হত্যার ঘটনায় তার পরিবার থেকে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি ডাকাতির প্রস্তুতি ও দুটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে মো. ফিরোজ খান (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফিরোজ খান বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে এবং বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
স্বজনেরা জানিয়েছেন, গভীর রাতে ফিরোজকে তাঁর বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তারা তাকে একটি খালি জমিতে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর বোনের বাড়ির সামনে ফেলে যায়।
নিহত ফিরোজের ফুপাতো ভাই মোশারফ হোসেন বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই বাড়ি থেকে কিছুটা দূরে তার এক বোনের বাড়িতে চলে যান ফিরোজ। সেখানেই থাকতেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দুর্বৃত্তের দল তাঁকে ওই বাড়ি থেকে ডেকে খালি জমিতে নিয়ে যায়। এরপর সেখানে তাঁকে এলোপাতাড়ি কোপায়। মৃত্যু নিশ্চিতের পর রক্তাক্ত অবস্থায় দুর্বৃত্তরা ফিরোজকে তাঁর বোনের বাড়ির সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোশারফ দাবি করেন, তাঁর মামাতো ভাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁকে এমন নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, যুবলীগ নেতা হত্যার ঘটনায় তার পরিবার থেকে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি ডাকাতির প্রস্তুতি ও দুটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ভাই আওয়ামী লীগের নেতা বিদ্যুৎ বড়ুয়া থাকতেন চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সাইফভ্যালি ভবনের একটি ফ্ল্যাটে। সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন তিনি।
২ মিনিট আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং
১ ঘণ্টা আগেসদস্যদের ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেক্রেটারি এসএম ফরহাদ। পরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে