Ajker Patrika

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি  
মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা। ছবি: আজকের পত্রিকা
মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কমিটি ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ঘোষিত কমিটিতে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করা হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি করার অভিযোগ তোলা হয়।

আজ শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই কমিটি ঘোষণা দেন মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আব্দুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্যসচিব করে ২৯৫ সদস্যের পাল্টা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, ‘যাঁরা ছাত্র-জনতার আন্দোলনের সময় জীবন বাজি রেখে মুরাদনগরের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোলনে যারা সম্মুখসারিতে ছিলেন তাঁদের বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

সিয়াম খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত