Ajker Patrika

পাহাড় ধসে প্রাণহানি রোধে ১০০ পরিবার আশ্রয়কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২০: ১০
পাহাড় ধসে প্রাণহানি রোধে ১০০ পরিবার আশ্রয়কেন্দ্রে

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি রোধে ১০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। 

এর আগে আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩/৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। 

দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই পর্যন্ত নগরীর আকবর শাহর এলাকার বিজয় নগর ও ঝিল ১, ২, ৩, বেলতলীঘোনা, লালখান বাজারের টাংকির পাহাড়, মতিঝরনা, পাঁচলাইশ থানাধীন ষোলশহর ও পোড়াকলোনির পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাঁদের জন্য প্রতি বেলার খাবারের ব্যবস্থা করা হয়েছে। 

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষের জানমাল রক্ষার্থে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মহোদয়ের নির্দেশে নগরীর ছয়জন সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে। মাইকিং থেকে শুরু করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত