Ajker Patrika

মেঘনার মোহনায় নৌকাডুবিতে নববধূসহ নিখোঁজ ২, চারজনকে উদ্ধার 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৯: ৫৮
মেঘনার মোহনায় নৌকাডুবিতে নববধূসহ নিখোঁজ ২, চারজনকে উদ্ধার 

চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় নৌকা ডুবে মাঝিসহ ছয়জন নিখোঁজ হন। তাঁদের মধ্যে চারজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন উম্মে হানিয়া ফাহিমা (২১) নামে এক নববধূ ও তাঁর আত্মীয় সেতু (৩০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নৌভ্রমণে বেরিয়ে শহরের পুরান বাজার থেকে বড় স্টেশন মোলহেডে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেন। 

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নৌকার মাঝি ছাড়াও আছেন ফাহিমার স্বামী নাঈম খান (৩৫), তাঁর বন্ধু মো. মাজহারুল (৩৩) ও আত্মীয় মুনিয়া (২৬)। নিখোঁজ সেতু ছাড়া বাকিদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির এলাকায়। সেতু চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা। 

উদ্ধার হওয়া নাঈম, মো. মাজহারুল ও মুনিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাঁরা আশঙ্কামুক্ত।

নৌকাডুবির ঘটনায় উদ্ধার নাঈমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

 

নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান জানান, দুই মাস আগে তাঁর ছেলে দক্ষিণ কোরিয়া থেকে এসে বিয়ে করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা নৌকা ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলেন। শহরের পুরান বাজার থেকে নৌকায় বড় স্টেশন মোলহেডে আসার সময় নদীর স্রোতের মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। সাজানো সংসার শেষ হয়ে গেল বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। 

চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ওই নৌকায় মাঝিসহ ছয়জন ছিলেন। এর মধ্যে দুজন নিখোঁজ এবং চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কোস্ট গার্ড চেষ্টা অব্যাহত রেখেছে। 

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার এম শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের ডুবুরি দল মেঘনায় মোহনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নববধূসহ এখনো দুজন নিখোঁজ রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত