মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে গড়ে উঠেছে স্থানীয় যান থ্রি-হুইলারের অবৈধ স্ট্যান্ড। এতে মহাসড়কে প্রায় যানজট লেগে থাকে। বিশেষ করে সন্ধ্যা হলে দূর-পাল্লার যানবাহন চলাচল চরম বিঘ্ন হচ্ছে। এ ছাড়া মহাসড়ক পারাপারের সময় দুর্ভোগে পড়ছেন পথচারীরা। তবে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে কথা হয় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসের চালক গিয়াস উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘মহাসড়ক দখল করে রেখেছে অবৈধ থ্রি-হুইলার চালকেরা। চার লেনের এই সড়কটিতে আমাদেরকে প্রায়সময় এই স্থানে যানজটে পড়তে হয়। প্রতিবাদ করলেই থ্রি-হুইলার চালকদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।’
চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী কাভার্ডভ্যানের চালক আলী হোসেন বলেন, ‘আমরা যখন চৌদ্দগ্রাম বাজার অতিক্রম করি। তখন চরম আতঙ্কে থাকতে হয়। হঠাৎ করেই বিপরীত দিক থেকে থ্রি-হুইলার চালকেরা ইউটার্ন করার চেষ্টা করেন। এতে আমরা দ্রুত গাড়ি নিয়ন্ত্রণের জন্য ব্রেক করার চেষ্টা করলেও অনেক সময় দুর্ঘটনা ঘটে। প্রতিবাদ করলেই গাড়ি থেকে নামিয়ে ত্রি-হুইলার চালকেরা আমাদেরকে মারধর করেন।’
চৌদ্দগ্রাম বাজারে গতকাল সন্ধ্যায় সত্তরোর্ধ্ব নারী আমেনা বেগম বলেন, ‘অটো আর সিএনজির জন্য রাস্তার পার হতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। মহাসড়কের ওপর যেভাবে অটো আর সিএনজি দাঁড়িয়ে থাকে, মানুষ চলাচলে অনেক কষ্ট হচ্ছে। প্রশাসন কি এগুলো দেখে না?’
নাম প্রকাশে অনিচ্ছুক আজ বুধবার দুপুরে স্থানীয় এক যুবক বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি চৌদ্দগ্রাম বাজারের ওপর থ্রি-হুইলার চালকেরা অবৈধভাবে স্ট্যান্ড তৈরি করেছে। থ্রি-হুইলার চালক এবং মালিকদের বাড়ি বাজারের আশ-পাশে হওয়ায় তাঁরা অত্যন্ত প্রভাবশালী। সাধারণ জনগণ অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাঁদেরকে নির্যাতনের শিকার হতে হয়।’
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বেশ কিছুদিন ধরে আমরা এই অভিযান জোরদার করেছি’।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘হাইওয়ে পুলিশের সহযোগিতা নিয়ে মহাসড়কের ওপর থেকে অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদের ব্যবস্থা নিব।’
কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে গড়ে উঠেছে স্থানীয় যান থ্রি-হুইলারের অবৈধ স্ট্যান্ড। এতে মহাসড়কে প্রায় যানজট লেগে থাকে। বিশেষ করে সন্ধ্যা হলে দূর-পাল্লার যানবাহন চলাচল চরম বিঘ্ন হচ্ছে। এ ছাড়া মহাসড়ক পারাপারের সময় দুর্ভোগে পড়ছেন পথচারীরা। তবে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে কথা হয় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসের চালক গিয়াস উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘মহাসড়ক দখল করে রেখেছে অবৈধ থ্রি-হুইলার চালকেরা। চার লেনের এই সড়কটিতে আমাদেরকে প্রায়সময় এই স্থানে যানজটে পড়তে হয়। প্রতিবাদ করলেই থ্রি-হুইলার চালকদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।’
চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী কাভার্ডভ্যানের চালক আলী হোসেন বলেন, ‘আমরা যখন চৌদ্দগ্রাম বাজার অতিক্রম করি। তখন চরম আতঙ্কে থাকতে হয়। হঠাৎ করেই বিপরীত দিক থেকে থ্রি-হুইলার চালকেরা ইউটার্ন করার চেষ্টা করেন। এতে আমরা দ্রুত গাড়ি নিয়ন্ত্রণের জন্য ব্রেক করার চেষ্টা করলেও অনেক সময় দুর্ঘটনা ঘটে। প্রতিবাদ করলেই গাড়ি থেকে নামিয়ে ত্রি-হুইলার চালকেরা আমাদেরকে মারধর করেন।’
চৌদ্দগ্রাম বাজারে গতকাল সন্ধ্যায় সত্তরোর্ধ্ব নারী আমেনা বেগম বলেন, ‘অটো আর সিএনজির জন্য রাস্তার পার হতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। মহাসড়কের ওপর যেভাবে অটো আর সিএনজি দাঁড়িয়ে থাকে, মানুষ চলাচলে অনেক কষ্ট হচ্ছে। প্রশাসন কি এগুলো দেখে না?’
নাম প্রকাশে অনিচ্ছুক আজ বুধবার দুপুরে স্থানীয় এক যুবক বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি চৌদ্দগ্রাম বাজারের ওপর থ্রি-হুইলার চালকেরা অবৈধভাবে স্ট্যান্ড তৈরি করেছে। থ্রি-হুইলার চালক এবং মালিকদের বাড়ি বাজারের আশ-পাশে হওয়ায় তাঁরা অত্যন্ত প্রভাবশালী। সাধারণ জনগণ অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাঁদেরকে নির্যাতনের শিকার হতে হয়।’
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বেশ কিছুদিন ধরে আমরা এই অভিযান জোরদার করেছি’।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘হাইওয়ে পুলিশের সহযোগিতা নিয়ে মহাসড়কের ওপর থেকে অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদের ব্যবস্থা নিব।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
২০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগে