ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. মালু মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ।
গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার এমরান হোসেন (৩০) ও একই উপজেলার শশীদল ইউনিয়নের কালামকান্দি দেউষ এলাকার মো. রাব্বি (২০)।
এর আগে গতকাল দুপুরে মো. মালু মিয়াকে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানাব্রিজ এলাকা থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়। অপহৃত মালু মিয়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের লোকজন জানান, মালু মিয়াকে অপহরণের পর তাঁর স্ত্রীর কাছে মোবাইল ফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মালু মিয়ার স্ত্রী আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর আত্মীয়-স্বজন থানায় জানান এবং মুক্তিপণের টাকা দিতে রাজি হন।
অপহরণকারীদের পাঠানো বিকাশ এজেন্টের নম্বরে মুক্তিপণের টাকা নিতে এলে পরিকল্পনা অনুযায়ী পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় অপহৃত মালু মিয়াকে উদ্ধার করে থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এমরান হোসেন ও মো. রাব্বি ছাড়াও এই অপহরণের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার মো. পারভেজ (২৪), গঙ্গানগর এলাকার আবুল হোসেন (৪৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার কোদালিয়া এলাকার মো. মারুফ হোসেন (২০) জড়িত ছিল।
ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. মালু মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ।
গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার এমরান হোসেন (৩০) ও একই উপজেলার শশীদল ইউনিয়নের কালামকান্দি দেউষ এলাকার মো. রাব্বি (২০)।
এর আগে গতকাল দুপুরে মো. মালু মিয়াকে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানাব্রিজ এলাকা থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়। অপহৃত মালু মিয়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের লোকজন জানান, মালু মিয়াকে অপহরণের পর তাঁর স্ত্রীর কাছে মোবাইল ফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মালু মিয়ার স্ত্রী আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর আত্মীয়-স্বজন থানায় জানান এবং মুক্তিপণের টাকা দিতে রাজি হন।
অপহরণকারীদের পাঠানো বিকাশ এজেন্টের নম্বরে মুক্তিপণের টাকা নিতে এলে পরিকল্পনা অনুযায়ী পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় অপহৃত মালু মিয়াকে উদ্ধার করে থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এমরান হোসেন ও মো. রাব্বি ছাড়াও এই অপহরণের সঙ্গে ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার মো. পারভেজ (২৪), গঙ্গানগর এলাকার আবুল হোসেন (৪৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর থানার কোদালিয়া এলাকার মো. মারুফ হোসেন (২০) জড়িত ছিল।
ওসি এস এম আতিক উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১৭ মিনিট আগেপুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৩৪ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
৪৪ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে