দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশাচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি করা হয়। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।
সরেজমিন জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান বলেন, ‘অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশাচালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।’
জানা গেছে, ঈদের আগের দিন বুধবার রাত ৯টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫)। এক দিন পর শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তাঁর হাত-পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের শনাক্ত ও অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।’
ওসি মো. শাহীনূর বলেন, ‘ঈদের পর মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশাচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি করা হয়। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।
সরেজমিন জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান বলেন, ‘অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশাচালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।’
জানা গেছে, ঈদের আগের দিন বুধবার রাত ৯টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫)। এক দিন পর শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তাঁর হাত-পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের শনাক্ত ও অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।’
ওসি মো. শাহীনূর বলেন, ‘ঈদের পর মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৮ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১১ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
১৯ মিনিট আগেপশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১ ঘণ্টা আগে