নিখোঁজের ৬ দিন পর পুকুরে ভাসছিল শিশুর মরদেহ 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ২৬
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৪৯

কুমিল্লার হোমনায় নিখোঁজের ছয় দিন পর আবরার ফাহাদ (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের পেছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

শিশুটি উপজেলার জগন্নাথকান্দি মাথাঙ্গা গ্রামের মো. আল আমিনের ছেলে। 

শিশুটির বাবা আল আমিন বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় আমি ও আমার স্ত্রী খাদিজা জমি রেজিস্ট্রেশন করতে আমাদের ছেলে আবরার ফাহাদকে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যাই। এর কিছুক্ষণ পরই আমাদের চোখ ফাঁকি দিয়ে আবরার কোথায় যেন হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করলেও কোথাও তার সন্ধান পাই নাই। আজ পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের কথা শুনে থানায় এসে আমার ছেলের লাশ শনাক্ত করি।’ 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন জানান, লাশের গাঁয়ে কোনো আঘাতের ক্ষত নেই। কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত