কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। উপজেলার গৌরীপুর-কচুয়া সড়কের লক্ষ্মীপুর এলাকায় আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের শরফত আলীর স্ত্রী জাহানারা আক্তার (৬৫), দক্ষিণ নগর গ্রামের রুহুল আমিনের ছেলে মনিরুজ্জামান (৪২), একই গ্রামের জিও মন্ডলের ছেলে পীযূষ মন্ডল (৩০), আনুয়াখোলা গ্রামের সরবত আলীর ছেলে শফিউল্লাহ (২৪) ও দরছখোলা গ্রামের অহদ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৮)।
তা ছাড়া এই ঘটনায় দুই শিশু আহত হয়। তারা হলো পেন্নাই গ্রামের আব্দুর রশিদের মেয়ে সাদিয়া আক্তার (২) ও নুরপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে শরীফ (৫)। আহত দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল ১০টার দিকে দাউদকান্দি-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অটোরিকশাচালকসহ সাতজন ছিলেন। পাঁচজনের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দাউদকান্দির গৌরীপুর তদন্ত কেন্দ্রের ওসি আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত পাঁচজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। কাভার্ড ভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। উপজেলার গৌরীপুর-কচুয়া সড়কের লক্ষ্মীপুর এলাকায় আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের শরফত আলীর স্ত্রী জাহানারা আক্তার (৬৫), দক্ষিণ নগর গ্রামের রুহুল আমিনের ছেলে মনিরুজ্জামান (৪২), একই গ্রামের জিও মন্ডলের ছেলে পীযূষ মন্ডল (৩০), আনুয়াখোলা গ্রামের সরবত আলীর ছেলে শফিউল্লাহ (২৪) ও দরছখোলা গ্রামের অহদ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৮)।
তা ছাড়া এই ঘটনায় দুই শিশু আহত হয়। তারা হলো পেন্নাই গ্রামের আব্দুর রশিদের মেয়ে সাদিয়া আক্তার (২) ও নুরপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে শরীফ (৫)। আহত দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল ১০টার দিকে দাউদকান্দি-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অটোরিকশাচালকসহ সাতজন ছিলেন। পাঁচজনের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দাউদকান্দির গৌরীপুর তদন্ত কেন্দ্রের ওসি আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত পাঁচজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। কাভার্ড ভ্যান ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৩ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৩ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৩ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৬ ঘণ্টা আগে