চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘আমরা নির্বাচন চাই বলেই আজকে পদযাত্রা করছি। এ সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ দেশের মানুষ নির্বাচন চায়। এ সরকার রাতের আঁধারের সরকার। এ সরকার ভোট চুরি করে ক্ষমতা দখল করে আছে। তারা জনগণের ভোট চুরি করে রাষ্ট্রক্ষমতায় গিয়েছে, তাই তারা হারাম সরকার। আমরা একটি হালাল সরকার চাই।’
আজ শনিবার বেলা ১১টায় শহরের হাজী মহসিন রোডে চিত্রলেখা মোড় এলাকায় জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রাজবন্দীদের মুক্তিসহ নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রা কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘আমরা পদযাত্রা করছি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য; তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর জন্য এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। এ সরকারের শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থায় ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দিতে চেয়েছিলেন। তাই তিনি কিছু বই পরিবর্তন করেছেন। তাতে ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। কিন্তু তাঁরা অপরাধ করেও পদত্যাগ করবেন না। তাই আমরা একক ব্যক্তির নয়, সরকারের পদত্যাগ দাবি করে পদযাত্রার কার্যক্রম চাঁদপুরে শুরু করছি।’
চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লা সেলিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা এম এ হান্নান, লায়ন হারুনুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘আমরা নির্বাচন চাই বলেই আজকে পদযাত্রা করছি। এ সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এ দেশের মানুষ নির্বাচন চায়। এ সরকার রাতের আঁধারের সরকার। এ সরকার ভোট চুরি করে ক্ষমতা দখল করে আছে। তারা জনগণের ভোট চুরি করে রাষ্ট্রক্ষমতায় গিয়েছে, তাই তারা হারাম সরকার। আমরা একটি হালাল সরকার চাই।’
আজ শনিবার বেলা ১১টায় শহরের হাজী মহসিন রোডে চিত্রলেখা মোড় এলাকায় জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রাজবন্দীদের মুক্তিসহ নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রা কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘আমরা পদযাত্রা করছি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য; তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর জন্য এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। এ সরকারের শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থায় ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দিতে চেয়েছিলেন। তাই তিনি কিছু বই পরিবর্তন করেছেন। তাতে ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। কিন্তু তাঁরা অপরাধ করেও পদত্যাগ করবেন না। তাই আমরা একক ব্যক্তির নয়, সরকারের পদত্যাগ দাবি করে পদযাত্রার কার্যক্রম চাঁদপুরে শুরু করছি।’
চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লা সেলিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা এম এ হান্নান, লায়ন হারুনুর রশিদ প্রমুখ।
আজ থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চার ঘণ্টাব্যাপী এক জরুরি আলোচনা সভা হয়। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠন
১৭ মিনিট আগেশুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৯ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১০ ঘণ্টা আগে