কুমিল্লা প্রতিনিধি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করছি।’
আজ মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা তাঁর বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করছি।’
নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম ও নির্বাচন কমিশনের উপ-প্রকল্প পরিচালক (ডেটাবেজ) মেজর মো. মামুনুর রশিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলে কর্মরত জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করছি।’
আজ মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা তাঁর বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। আমরা ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি। তরুণদের ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করছি।’
নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম ও নির্বাচন কমিশনের উপ-প্রকল্প পরিচালক (ডেটাবেজ) মেজর মো. মামুনুর রশিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলে কর্মরত জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
দিনাজপুরের পৃথক দুর্ঘটনা অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল বৃহস্পতিবার রাত ও সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টার দিকে উপজেলা শহরের মির্জাপুর মোড়ে ট্রাক চাপায় হাবিবুর রহমান (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। হাবিবুর রহমান উপজেলার খাঁনপুর...
২৫ মিনিট আগেঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের পরিচয় পাওয়া যায়নি।
২৯ মিনিট আগেফরিদপুরের মধুখালীতে আলতু খান জুট মিলে অবস্থিত ব্যাটারির সিসা কারখানায় বয়লারের বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
৩৬ মিনিট আগেআগামী ৬ জানুয়ারি ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ করবেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এদিন বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ওই সমাবেশে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মুক্তমঞ্চে বক্তব্য রাখবেন তাঁরা।
১ ঘণ্টা আগে