Ajker Patrika

রুমায় পর্যটকবাহী জিপ খাদে: ১৬ দিন পর সেই গাড়িচালক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ২১
রুমায় পর্যটকবাহী জিপ খাদে: ১৬ দিন পর সেই গাড়িচালক গ্রেপ্তার

বান্দরবানের রুমায় পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ার ১৬ দিন পর চালক মোহাম্মদ মিন্টুকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ভরাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কেওক্রাডাং পাহাড়ের খাদে দুর্ঘটনায় কবলিত চাঁদের গাড়ির চালক মোহাম্মদ মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে গত ২০ জানুয়ারি বান্দরবানে রুমা-বগালেক-কেওক্রাডাং সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী ওই জিপ গাড়িটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুই পর্যটক ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন অন্তত আরও ১১ জন। 

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া খাতুন (৬৭) নামে আরেকজন মারা যান। হতাহতরা সবাই ‘ভ্রমণ কন্যা’ নামের একটি সংগঠনের সদস্য। এই সংগঠনের ৫৩ জন সদস্য কেওক্রাডাং ভ্রমণে গিয়েছিলেন। 

নিহতরা হলেন ফিরোজা বেগম (৫৩)। তিনি প্রথম আলোর সহসম্পাদক সজীব মিয়ার শাশুড়ি। অপরজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী জয়নব খাতুন (২৪)। 

ঘটনার পরের দিন রুমা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে গাড়িচালক মোহাম্মদ মিন্টু ও মালিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গাড়ির কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও গাড়ির মালিক ভাড়ায় চালানোর জন্য অনুমতি দিয়েছেন। চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেছে। 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার চালক মিন্টু ও গাড়ির মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে শুনানি হবে।’ শুনানির সময় জিপ-কার মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে গাড়ির মালিক বাপ্পী বড়ুয়ার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত