বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ার ১৬ দিন পর চালক মোহাম্মদ মিন্টুকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ভরাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কেওক্রাডাং পাহাড়ের খাদে দুর্ঘটনায় কবলিত চাঁদের গাড়ির চালক মোহাম্মদ মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২০ জানুয়ারি বান্দরবানে রুমা-বগালেক-কেওক্রাডাং সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী ওই জিপ গাড়িটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুই পর্যটক ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন অন্তত আরও ১১ জন।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া খাতুন (৬৭) নামে আরেকজন মারা যান। হতাহতরা সবাই ‘ভ্রমণ কন্যা’ নামের একটি সংগঠনের সদস্য। এই সংগঠনের ৫৩ জন সদস্য কেওক্রাডাং ভ্রমণে গিয়েছিলেন।
নিহতরা হলেন ফিরোজা বেগম (৫৩)। তিনি প্রথম আলোর সহসম্পাদক সজীব মিয়ার শাশুড়ি। অপরজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী জয়নব খাতুন (২৪)।
ঘটনার পরের দিন রুমা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে গাড়িচালক মোহাম্মদ মিন্টু ও মালিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গাড়ির কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও গাড়ির মালিক ভাড়ায় চালানোর জন্য অনুমতি দিয়েছেন। চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার চালক মিন্টু ও গাড়ির মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে শুনানি হবে।’ শুনানির সময় জিপ-কার মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে গাড়ির মালিক বাপ্পী বড়ুয়ার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
বান্দরবানের রুমায় পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ার ১৬ দিন পর চালক মোহাম্মদ মিন্টুকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ভরাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, কেওক্রাডাং পাহাড়ের খাদে দুর্ঘটনায় কবলিত চাঁদের গাড়ির চালক মোহাম্মদ মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২০ জানুয়ারি বান্দরবানে রুমা-বগালেক-কেওক্রাডাং সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী ওই জিপ গাড়িটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুই পর্যটক ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন অন্তত আরও ১১ জন।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া খাতুন (৬৭) নামে আরেকজন মারা যান। হতাহতরা সবাই ‘ভ্রমণ কন্যা’ নামের একটি সংগঠনের সদস্য। এই সংগঠনের ৫৩ জন সদস্য কেওক্রাডাং ভ্রমণে গিয়েছিলেন।
নিহতরা হলেন ফিরোজা বেগম (৫৩)। তিনি প্রথম আলোর সহসম্পাদক সজীব মিয়ার শাশুড়ি। অপরজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী জয়নব খাতুন (২৪)।
ঘটনার পরের দিন রুমা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে গাড়িচালক মোহাম্মদ মিন্টু ও মালিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গাড়ির কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও গাড়ির মালিক ভাড়ায় চালানোর জন্য অনুমতি দিয়েছেন। চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার চালক মিন্টু ও গাড়ির মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে শুনানি হবে।’ শুনানির সময় জিপ-কার মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে গাড়ির মালিক বাপ্পী বড়ুয়ার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে