হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় তিনি জেলেদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের জেলেপল্লি পরিদর্শন করেন তিনি।
প্রিন্সেস ভিক্টোরিয়াকে বহনকারী হেলিকপ্টার আজ সকাল সাড়ে ৬টার দিকে কালিরচর গ্রামে নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাঁকে হেলিপ্যাডে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
সরেজমিনে জানা গেছে, কালিরচর গ্রামের বেড়িবাঁধের বাইরে জেলেপল্লি পরিদর্শন করেছেন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় জীবনমান নিয়ে জেলেদের সঙ্গে কথা বলেন তিনি। পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন সুইডেনের এই রাজকন্যা। গুচ্ছগ্রামে বসবাস করা গৃহিণী ও গৃহকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া দেখেন তিনি। মহড়ার মাধ্যমে তাঁকে বাংলাদেশে বিভিন্ন সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।
সবশেষে রাজকন্যা ভিক্টোরিয়া কালিরচর গ্রামে নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রে আগে থেকে অবস্থান করা জেলে, কামার, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় রাজকন্যাকে হাতিয়ার নদীভাঙন, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় ও দুর্যোগের বিভিন্ন স্থিরচিত্র দেখানো হয়। পরে সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি ভাসানচরের উদ্দেশে চলে যান।
প্রিন্সেস ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে গত সোমবার বাংলাদেশে এসেছেন। তিন দিনের এই সফরে বাংলাদেশের কয়েকটি জেলা তাঁর পরিদর্শনের কথা রয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় তিনি জেলেদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের জেলেপল্লি পরিদর্শন করেন তিনি।
প্রিন্সেস ভিক্টোরিয়াকে বহনকারী হেলিকপ্টার আজ সকাল সাড়ে ৬টার দিকে কালিরচর গ্রামে নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাঁকে হেলিপ্যাডে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।
সরেজমিনে জানা গেছে, কালিরচর গ্রামের বেড়িবাঁধের বাইরে জেলেপল্লি পরিদর্শন করেছেন প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় জীবনমান নিয়ে জেলেদের সঙ্গে কথা বলেন তিনি। পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন সুইডেনের এই রাজকন্যা। গুচ্ছগ্রামে বসবাস করা গৃহিণী ও গৃহকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া দেখেন তিনি। মহড়ার মাধ্যমে তাঁকে বাংলাদেশে বিভিন্ন সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়।
সবশেষে রাজকন্যা ভিক্টোরিয়া কালিরচর গ্রামে নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। আশ্রয়কেন্দ্রে আগে থেকে অবস্থান করা জেলে, কামার, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় রাজকন্যাকে হাতিয়ার নদীভাঙন, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় ও দুর্যোগের বিভিন্ন স্থিরচিত্র দেখানো হয়। পরে সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি ভাসানচরের উদ্দেশে চলে যান।
প্রিন্সেস ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে গত সোমবার বাংলাদেশে এসেছেন। তিন দিনের এই সফরে বাংলাদেশের কয়েকটি জেলা তাঁর পরিদর্শনের কথা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফের গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এদিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে অভিযুক্তদের লোকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
৯ মিনিট আগেরাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা এবং সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘মটো ক্লাব-৯৮’ নামে মোটরবাইক চালকদের একটি সংগঠন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ এবং বনানীতে বাইকারদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্ম
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীকে নারীঘটিত সমস্যার জেরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী বিভাগ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলীর বিরুদ্ধে নারীঘটিত বিষয় নিয়ে অভিযোগ ওঠে...
১ ঘণ্টা আগে