কুমিল্লা প্রতিনিধি
আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘যারা গণহত্যা চালিয়েছে এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছে; তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’
মঞ্জু বলেন, ‘আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপর্যস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’
আজ রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।
এ সময় মঞ্জু বলেন, ‘আমাদের বড় দায়িত্ব হচ্ছে, সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করা। আন্দোলনে ছাত্র–জনতা–শ্রমিক–রাজনৈতিক দল, আমরা যারা একসঙ্গে ছিলাম—তাদের কার কী অবদান, তা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে।’
ছাত্র আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছে, তাদের গ্রেপ্তারের দাবি করেন এবি পার্টির নেতা মঞ্জু। তিনি বলেন, ‘তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
মতবিনিময়ের সময় এবি পাটির কেন্দ্রীয় আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দীন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স আল আমিন, কুমিল্লা জেলা এবি পার্টির সমন্বয়ক মিয়া মো. তৌফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এবি পাটির কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
কুমিল্লা জেলার কমিটি মিয়া মোহাম্মদ তৌফিককে আহ্বায়ক, এম এ কাইয়ুমকে সদস্যসচিব এবং আবু সালেহ মো. মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। অপর দিকে জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্যসচিব এবং মো. ইসমাঈল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
পরে এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখার কর্মশালা অনুষ্ঠিত হয়।
আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘যারা গণহত্যা চালিয়েছে এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছে; তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।’
মঞ্জু বলেন, ‘আমরা আগের দুর্নীতিগ্রস্ত, বিপর্যস্ত ও বিভক্ত বাংলাদেশ আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ সূচনা করতে চাই। বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।’
আজ রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন।
এ সময় মঞ্জু বলেন, ‘আমাদের বড় দায়িত্ব হচ্ছে, সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করা। আন্দোলনে ছাত্র–জনতা–শ্রমিক–রাজনৈতিক দল, আমরা যারা একসঙ্গে ছিলাম—তাদের কার কী অবদান, তা নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে।’
ছাত্র আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ে দেশে আছে, তাদের গ্রেপ্তারের দাবি করেন এবি পার্টির নেতা মঞ্জু। তিনি বলেন, ‘তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
মতবিনিময়ের সময় এবি পাটির কেন্দ্রীয় আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) হেলাল উদ্দীন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স আল আমিন, কুমিল্লা জেলা এবি পার্টির সমন্বয়ক মিয়া মো. তৌফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এবি পাটির কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
কুমিল্লা জেলার কমিটি মিয়া মোহাম্মদ তৌফিককে আহ্বায়ক, এম এ কাইয়ুমকে সদস্যসচিব এবং আবু সালেহ মো. মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। অপর দিকে জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্যসচিব এবং মো. ইসমাঈল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
পরে এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখার কর্মশালা অনুষ্ঠিত হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১২ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৫ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৫ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৪ মিনিট আগে