পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এসবের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়ির পানছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ রোববার ইউপিডিএফ ও এর সহযোগী সংগঠনগুলো এই হরতালের ডাক দেয়।
হরতাল সফল করতে আজ রোববার ভোর থেকে পিকেটাররা পানছড়ির বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। হরতালের কারণে উপজেলা থেকে জেলাসহ অন্যান্য স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। বাঙালি অধ্যুষিত ছাড়া অন্যান্য এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। একই সঙ্গে মাসব্যাপী বয়কট কর্মসূচির কারণে আজ সাপ্তাহিক হাটবারেও পানছড়ি বাজারে লোকসমাগম তেমন হয়নি।
গত ১১ ডিসেম্বর রাতে উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়া গ্রামে একটি বাড়িতে পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামের দুই সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় ইউপিডিএফ প্রসিত সমর্থিত পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা (রহিনসা) ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমাকে গুলি করে হত্যা করা হয়।
তা ছাড়া ইউপিডিএফের অপর তিন সংগঠক নীতি দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করা হয়। পরে গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করে।
ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাঁদের হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ইউপিডিএফকে (গণতান্ত্রিক) খুনি ঠ্যাঙারে বাহিনী আখ্যা দিয়ে তা ভেঙে দেওয়ার দাবিতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে গত ১২ ডিসেম্বর ইউপিডিএফ এবং সহযোগী সংগঠনগুলো ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোক সভা করে। বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়। ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পানছড়ি বাজার বয়কট করা হয়।
১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়। ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ পানছড়ি উপজেলাব্যাপী ধর্মঘট পালন করা হচ্ছে। তা ছাড়া ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।
পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এসবের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়ির পানছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ রোববার ইউপিডিএফ ও এর সহযোগী সংগঠনগুলো এই হরতালের ডাক দেয়।
হরতাল সফল করতে আজ রোববার ভোর থেকে পিকেটাররা পানছড়ির বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। হরতালের কারণে উপজেলা থেকে জেলাসহ অন্যান্য স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। বাঙালি অধ্যুষিত ছাড়া অন্যান্য এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। একই সঙ্গে মাসব্যাপী বয়কট কর্মসূচির কারণে আজ সাপ্তাহিক হাটবারেও পানছড়ি বাজারে লোকসমাগম তেমন হয়নি।
গত ১১ ডিসেম্বর রাতে উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়া গ্রামে একটি বাড়িতে পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামের দুই সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় ইউপিডিএফ প্রসিত সমর্থিত পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা (রহিনসা) ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমাকে গুলি করে হত্যা করা হয়।
তা ছাড়া ইউপিডিএফের অপর তিন সংগঠক নীতি দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করা হয়। পরে গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করে।
ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাঁদের হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ইউপিডিএফকে (গণতান্ত্রিক) খুনি ঠ্যাঙারে বাহিনী আখ্যা দিয়ে তা ভেঙে দেওয়ার দাবিতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে গত ১২ ডিসেম্বর ইউপিডিএফ এবং সহযোগী সংগঠনগুলো ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোক সভা করে। বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়। ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পানছড়ি বাজার বয়কট করা হয়।
১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়। ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ পানছড়ি উপজেলাব্যাপী ধর্মঘট পালন করা হচ্ছে। তা ছাড়া ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ভাই আওয়ামী লীগের নেতা বিদ্যুৎ বড়ুয়া থাকতেন চট্টগ্রাম নগরের খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সাইফভ্যালি ভবনের একটি ফ্ল্যাটে। সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন তিনি।
২ ঘণ্টা আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংস্কারকাজে অনিয়ম নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর নগর ভবনের প্রকৌশল শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন অন্য সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং
৩ ঘণ্টা আগেসদস্যদের ভোটে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেক্রেটারি এসএম ফরহাদ। পরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়নের জন্য সদস্যদের থেকে লিখিত পরামর্শ গ্রহণ করেন। সেই পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খানকে
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক এক নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে