কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ফুপুর জানাজার নামাজের মাঠে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাওলানা নুরুল আনোয়ার হেলালি (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে আনোয়ার হেলালির ফুপু আনোয়ারা বেগমের (৮০) জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এর মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আনোয়ার হেলালি একই এলাকার ওষখাইন শাহ্ আলী রজা রহ. আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মৃত ইমাম শরীফের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
নুরুল আনোয়ার হেলালির ফুপাতো ভাই হাসান জিয়াউল ইসলাম বলেন, ‘আমার ফুপু আনোয়ারা বেগম গত শুক্রবার রাতে মারা যান। আজ শনিবার দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় জামে মসজিদের মাঠে জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে ফুপাতো ভাই নুরুল আনোয়ার হেলালি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। একসঙ্গে পরিবারের দুজনের মৃত্যু হলো। আগামীকাল রোববার সকাল ৯টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’
স্থানীয় পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, ‘একই পরিবারে জানাজার মধ্যেই আরেক সদস্যের মৃত্যু হলো। এটি খুবই হৃদয়বিদারক ঘটনা।’
চট্টগ্রামের আনোয়ারায় ফুপুর জানাজার নামাজের মাঠে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাওলানা নুরুল আনোয়ার হেলালি (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, আজ শনিবার দুপুরে আনোয়ার হেলালির ফুপু আনোয়ারা বেগমের (৮০) জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি। এর মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আনোয়ার হেলালি একই এলাকার ওষখাইন শাহ্ আলী রজা রহ. আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মৃত ইমাম শরীফের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
নুরুল আনোয়ার হেলালির ফুপাতো ভাই হাসান জিয়াউল ইসলাম বলেন, ‘আমার ফুপু আনোয়ারা বেগম গত শুক্রবার রাতে মারা যান। আজ শনিবার দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় জামে মসজিদের মাঠে জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে ফুপাতো ভাই নুরুল আনোয়ার হেলালি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের মাঝখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। একসঙ্গে পরিবারের দুজনের মৃত্যু হলো। আগামীকাল রোববার সকাল ৯টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।’
স্থানীয় পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, ‘একই পরিবারে জানাজার মধ্যেই আরেক সদস্যের মৃত্যু হলো। এটি খুবই হৃদয়বিদারক ঘটনা।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৩ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৬ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৬ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৫ মিনিট আগে