কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুসহ তিন দফা দাবি পেশ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে এই দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
সমন্বয়কদের দাবি হলো, ‘রেজিস্ট্রারের দপ্তর থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরে কোনো নথি আদান-প্রদান হবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কোনো প্রকার (অনলাইন/অফলাইন) মিটিংয়ে যুক্ত হতে পারবেন না এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশীরের শ্রেণি কার্যক্রম করতে হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘এর আগেও এই শিক্ষকদের নিজেদের কোন্দলের কারণে শিক্ষার্থীদের দীর্ঘদিন ক্লাস পরীক্ষা থেকে দূরে থাকতে হয়েছে। তাঁরা যদি এখনো আবার শিক্ষার্থীদের সঙ্গে এমন করেন, তাহলে আমরা ধরে নেব তাঁরা ফ্যাসিস্টদের দোসর এবং তাঁদের প্রতিহত করতে শিক্ষার্থীরাই পরবর্তী ব্যবস্থা নেবে।’
দাবিসমূহের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমি নিজেও এই আওয়ামী লীগ সরকারের দ্বারা বারবার বৈষম্যের শিকার হয়েছি। আমার নিজের পদে আমাকে তারা বসতে দেয়নি। আজ আমি আমার পদে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণেই, আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি। তাদের দাবিসমূহ সম্পন্ন করতে আমি প্রশাসনিক যত সহযোগিতা প্রয়োজন হবে, সব সহযোগিতা করব।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুসহ তিন দফা দাবি পেশ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে এই দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
সমন্বয়কদের দাবি হলো, ‘রেজিস্ট্রারের দপ্তর থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরে কোনো নথি আদান-প্রদান হবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কোনো প্রকার (অনলাইন/অফলাইন) মিটিংয়ে যুক্ত হতে পারবেন না এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশীরের শ্রেণি কার্যক্রম করতে হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘এর আগেও এই শিক্ষকদের নিজেদের কোন্দলের কারণে শিক্ষার্থীদের দীর্ঘদিন ক্লাস পরীক্ষা থেকে দূরে থাকতে হয়েছে। তাঁরা যদি এখনো আবার শিক্ষার্থীদের সঙ্গে এমন করেন, তাহলে আমরা ধরে নেব তাঁরা ফ্যাসিস্টদের দোসর এবং তাঁদের প্রতিহত করতে শিক্ষার্থীরাই পরবর্তী ব্যবস্থা নেবে।’
দাবিসমূহের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমি নিজেও এই আওয়ামী লীগ সরকারের দ্বারা বারবার বৈষম্যের শিকার হয়েছি। আমার নিজের পদে আমাকে তারা বসতে দেয়নি। আজ আমি আমার পদে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণেই, আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি। তাদের দাবিসমূহ সম্পন্ন করতে আমি প্রশাসনিক যত সহযোগিতা প্রয়োজন হবে, সব সহযোগিতা করব।’
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৮ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৯ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৫ মিনিট আগে