কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ঐতিহ্যবাহী পোশাক পরিধানের জন্য বুলিং ও যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে দেওয়া অভিযোগপত্র থেকে বিষয়টি জানা যায়।
রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগ পত্রে বলা হয়, ‘গত ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সাড়ে ৮টার সময় শহীদ মিনারে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমি-আমার এক বান্ধবী আর একজন সিনিয়র (ফটোগ্রাফার) ভাইয়া ছিলেন। সেখানে শহীদ মিনারের ওপরের দিকে শুধু আমরাই ছিলাম। ভাইয়া যখন আমাকে ছবি তুলে দিচ্ছিলেন, তখন শহীদ মিনারের নিচ থেকে কিছু সংখ্যক ছেলে আমাকে উদ্দেশ্য করে বডিশেমিং এবং আমার ঐতিহ্যগত পোশাককে হেয় করে ন্যক্কারজনক মন্তব্য করে। পরে জানতে পেরেছিলাম সেই সময় ইকোনমিকস ১৪ তম আবর্তন বনাম ১৭ তম আবর্তনের ম্যাচ ছিল। তাঁরা বাদে সেন্ট্রাল ফিল্ডে বাড়তি কাউকে দেখা যাই নাই। এই ঘটনার পর থেকে আমি এখনো মানসিকভাবে অসুস্থ।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা অভিযোগপত্রটি পেয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সংশ্লিষ্ট কমিটিকে পাঠিয়ে দিয়েছি। তারা তদন্ত সাপেক্ষে আমাদের যা জানাবে আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ঐতিহ্যবাহী পোশাক পরিধানের জন্য বুলিং ও যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে দেওয়া অভিযোগপত্র থেকে বিষয়টি জানা যায়।
রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগ পত্রে বলা হয়, ‘গত ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সাড়ে ৮টার সময় শহীদ মিনারে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমি-আমার এক বান্ধবী আর একজন সিনিয়র (ফটোগ্রাফার) ভাইয়া ছিলেন। সেখানে শহীদ মিনারের ওপরের দিকে শুধু আমরাই ছিলাম। ভাইয়া যখন আমাকে ছবি তুলে দিচ্ছিলেন, তখন শহীদ মিনারের নিচ থেকে কিছু সংখ্যক ছেলে আমাকে উদ্দেশ্য করে বডিশেমিং এবং আমার ঐতিহ্যগত পোশাককে হেয় করে ন্যক্কারজনক মন্তব্য করে। পরে জানতে পেরেছিলাম সেই সময় ইকোনমিকস ১৪ তম আবর্তন বনাম ১৭ তম আবর্তনের ম্যাচ ছিল। তাঁরা বাদে সেন্ট্রাল ফিল্ডে বাড়তি কাউকে দেখা যাই নাই। এই ঘটনার পর থেকে আমি এখনো মানসিকভাবে অসুস্থ।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা অভিযোগপত্রটি পেয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সংশ্লিষ্ট কমিটিকে পাঠিয়ে দিয়েছি। তারা তদন্ত সাপেক্ষে আমাদের যা জানাবে আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
৯ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১১ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১১ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২১ মিনিট আগে