উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নিহত রোহিঙ্গা হেড মাঝি আজিম উদ্দিন হত্যার অন্যতম পরিকল্পনাকারী মৌলভি আনাসকে (৪০) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ (এপিবিএন)। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আনাস (৪০) ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/ ৫ এর বাসিন্দা মৌলভি জকোরিয়ার ছেলে।
এপিবিএন জানিয়েছে, আনাস রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যা মামলার ১৪ নম্বর আসামি ও হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।
এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে আজিম উদ্দিনকে হত্যার অন্যতম মাস্টারমাইন্ড আনাসকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে আনা হয়েছে।’
কামরান হোসাইন বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আনাসকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
গত বৃহস্পতিবার রাতে বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারীর অতর্কিত হামলায় নিহত হন আজিম উদ্দিন। পরদিন শুক্রবার উখিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সমসিদা।
আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হলো। এর আগে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার রাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে ৮ এপিবিএন। এ ছাড়া ১৪ এপিবিএনের অভিযানে গত রোববার দিবাগত রাতে নুর মোহাম্মদ নামে অপর এক রোহিঙ্গা হেড মাঝি গ্রেপ্তার হয়।
কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নিহত রোহিঙ্গা হেড মাঝি আজিম উদ্দিন হত্যার অন্যতম পরিকল্পনাকারী মৌলভি আনাসকে (৪০) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ (এপিবিএন)। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আনাস (৪০) ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/ ৫ এর বাসিন্দা মৌলভি জকোরিয়ার ছেলে।
এপিবিএন জানিয়েছে, আনাস রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যা মামলার ১৪ নম্বর আসামি ও হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।
এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে আজিম উদ্দিনকে হত্যার অন্যতম মাস্টারমাইন্ড আনাসকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে আনা হয়েছে।’
কামরান হোসাইন বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আনাসকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
গত বৃহস্পতিবার রাতে বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারীর অতর্কিত হামলায় নিহত হন আজিম উদ্দিন। পরদিন শুক্রবার উখিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সমসিদা।
আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হলো। এর আগে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার রাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে ৮ এপিবিএন। এ ছাড়া ১৪ এপিবিএনের অভিযানে গত রোববার দিবাগত রাতে নুর মোহাম্মদ নামে অপর এক রোহিঙ্গা হেড মাঝি গ্রেপ্তার হয়।
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
১৯ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
২৫ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
২৫ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
৩১ মিনিট আগে