Ajker Patrika

চট্টগ্রামে চোরাই ডিজেল ও মবিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৫
চট্টগ্রামে চোরাই ডিজেল ও মবিলসহ আটক ২

চট্টগ্রাম নগরের একটি বসতঘর থেকে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও ২৮০ লিটার মবিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে মহানগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই জ্বালানিসহ তাঁদের আটক করা হয়। র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন চট্টগ্রামের পতেঙ্গার দক্ষিণপাড়া এলাকার মো. সুলাইমান (২৯) ও একই এলাকার বাসিন্দা মো. নেজাম (২৪)। 

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা জাহাজ, জ্বালানি বহনকারী লরিসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ডিজেল ও মবিল সংগ্রহ করে একটি বসতঘরে মজুত করে আসছিলের। পরে এসব জ্বালানি অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করেন। 

মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে সেই বসতঘরে অভিযান চালিয়ে মো. সুলাইমান ও মো. নেজামকে আটক করা হয় এবং ৩৩টি প্লাস্টিকের জারে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও সাতটি জারে ২৮০ লিটার মবিল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হচ্ছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত