রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১২: ৫৪
Thumbnail image
শাহেদুল ইসলাম মানিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শাহেদুল ইসলাম মানিক (২৩) নামের এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

শাহেদুল ইসলাম মানিক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মসজিদ গলি এলাকার মৃত আব্দুল সফুরের ছেলে।

নিহতের প্রতিবেশী জাহেদুল ইসলাম রতন বলেন, মানিক ঘাটচেক এলাকার একটি গ্যারেজে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেলে গ্যারেজের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরবাইক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জাহেদুল ইসলাম রতন আরও বলেন, পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। নিহত মানিক চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত