মায়ার বাড়িতে আগুন: আ. লীগ নেতা–কর্মীর নামে মামলা, বিএনপি বলল আমরা জড়িত নই

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 
Thumbnail image
মায়া চৌধুরীর বাড়িতে আগুন জ্বলছে। ছবি: আজকের পত্রিকা

সরকার পতনের তিন মাস পর চাঁদপুরের মতলব উত্তরে সাবেক মন্ত্রী ও আ. লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) উপজেলার মোহনপুরে মায়া চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। পরদিন (রোববার) শিপন মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তিনি একই গ্রামের জনৈক মাখন মিয়ার ছেলে।

মামলায় আ. লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদারসহ ৪১ জনের নামে এবং অজ্ঞাত আরও ৭০ / ৮০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, বাড়িটির নিচতলায় আগুন দেওয়ার আগে ফানির্চারগুলো গাড়িতে করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু স্মারক ছিল সেগুলোও নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।  

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

এদিকে আ. লীগ নেতা মায়ার বাড়িতে অগ্নিসংযোগ ঘটনায় আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু লিখিত বক্তব্যে বলেন, ‘গত শনিবার রাতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেবের বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

অগ্নিসংযোগ ঘটনায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কোন নেতা কর্মী জড়িত নয়। আমরা প্রশাসনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। যাতে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’  

এ সময় মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সানাউল্লা হক, সাংগঠনিক সম্পাদক সাফায়াত খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ ব্যাপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তফাদার, সাধারণ সম্পাদক কবির সরকার, প্রচার সম্পাদক এনামুল হক, ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা তালহা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুজন প্রধান, যুবদল নেতা মো. সোহরাফ মিয়া, বিএনপি নেতা আমান উল্ল্যা মৃধা, বাবুল খান, আমজাদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত