Ajker Patrika

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে সার–অকটেনসহ চোরাইপণ্য জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে সার–অকটেনসহ চোরাইপণ্য জব্দ

মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও অকটেন জব্দ করেছে। গতকাল শনিবার রাতে অভিযানে এগুলো জব্দ করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে বিভিন্ন প্রকার চোরাইপণ্য ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের অধীন লেম্বুছড়ি, জারুলিয়াছড়ি, ফুলতলী এবং ভালুখাইয়া বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মালিকবিহীন ২২ বস্তা ইউরিয়া সার, ৫০ কেজি টেস্টিং সল্ট, ১৭০ লিটার অকটেন, ৪৮০ প্যাকেট বিস্কুট, ১ হাজার পিস শ্যাম্পু, ২০ প্যাকেট সাবান ও ৬০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। এ ছাড়া পাঁচটি বার্মিজ গরু জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য-পাঁচ লাখ ৭৩ হাজার এক শ টাকা। 

এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে কর্নেল মো. সাহল আহমেদ নোবেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চোরাকারবারিরা অপতৎপরতা চালালেও তেমন সুবিধা করতে পারছে না। কেননা বিজিবি জোয়ানদের কঠোর অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য সীমান্তের গুরুত্ব গ্রামে বা এলাকায় সমাবেশ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত জুড়ে অভিযান জোরদার করা হয়েছে যেন কোন প্রকার অবৈধ কর্মকাণ্ড হতে না পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত