ব্যাডমিন্টন কোর্টে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ১২: ৪৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাডমিন্টনের কোর্টে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে মো. সুমন বাবু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন।

এর আগে উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে গতকাল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার মোগড়া ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। সে এবার ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাডমিন্টনের কোর্টে বিদ্যুতের লাইন দিতে যান সুমন। এ সময় বৈদ্যুতিক খুঁটির লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে তাকে আহত অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেনেছি ব্যাডমিন্টনের কোর্টে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় ছেলেটি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত