রামগতির প্রাচীন বিদ্যাপীঠে শিক্ষকের সংকট, ব্যাহত শিক্ষাব্যবস্থা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪০
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২: ২৫

লক্ষ্মীপুরের রামগতির প্রাচীন বিদ্যাপীঠ আ স ম আবদুর রব সরকারি কলেজে শিক্ষক ও কর্মচারীর সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে শিক্ষাব্যবস্থা। ১৯৭০ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৮৭ সালে জাতীয়করণ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৪৭ জন অধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন। 

কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে কলেজে শিক্ষার্থী রয়েছেন ১ হাজার ৫০০-এর অধিক। বিষয়ভিত্তিক শিক্ষকের সৃষ্ট পদ রয়েছে ২৪টি। এর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ছয়জন। বর্তমানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক শূন্য অবস্থায় রয়েছে। অন্যদিকে, কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সৃষ্ট পদ ৯ জনের হলেও কর্মরত রয়েছেন মাত্র একজন। 

এ বিষয়ে অধ্যক্ষ সফিকুল আমিন খান বলেন, ‘বর্তমানে আমরা শিক্ষক ও কর্মচারীর চরম সংকটের মধ্যে রয়েছি। কোনোমতে গেস্ট টিচার ও মাস্টাররোলে নিয়োগ দেওয়া কর্মচারীদের দিয়ে চলছে আমাদের শিক্ষা কার্যক্রম। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স চালুর অনুমোদন দিয়েছে। অন্যদিকে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ শিক্ষকশূন্য হয়ে গেছে। বাকি যে কজন অবশিষ্ট আছেন, তাঁদের আদেশও পাইপলাইনে আছে।’ 

অধ্যক্ষ আরও বলেন, ‘ক্লাস পুরোপুরি বন্ধের উপক্রম অবস্থায় রয়েছে। কাজেই ফল বিপর্যয় এবার অনিবার্য। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিস্থিতি সম্পর্কে জানিয়েও কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। স্থলাভিষিক্ত ছাড়া এভাবে গণবদলি করে কীভাবে শিক্ষার উন্নয়ন ঘটাবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। শিক্ষার্থীদের জন্য কিছু করতে না পারার এক বুক কষ্ট নিয়ে আমাকে আগামী ১৫ সেপ্টেম্বর পিআরএলে যেতে হচ্ছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত