চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার গায়েব, ৪ কর্মকর্তার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জুন ২০২৪, ১০: ২৮
Thumbnail image

চট্টগ্রাম নগরে একটি ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে গ্রাহকের প্রায় দেড় শ ভরি স্বর্ণালংকার গায়েবের ঘটনার ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে চকবাজার থানায় ঘটনার পাঁচ দিন পর এ মামলা করেন ব্যাংকের গ্রাহক রোকেয়া আক্তার। 

মামলায় আসামি করা হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাউলা, কোম্পানির সেক্রেটারি জে কিউ এম হাবিবউল্লাহ, ব্যাংকের চকবাজার শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম শফিকুল মাওলা চৌধুরী ও লকার অফিসার ইউনুসকে। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দীন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ব্যাংকের গ্রাহক অভিযোগ নিয়ে থানায় এসেছেন। এটিকে মামলা হিসেবে নেওয়া হয়েছে। যেহেতু এটি ব্যাংকের বিষয়, সেটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত। তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগটি আমরা দুদকে পাঠাব।’ 

জানা যায়, স্বর্ণের মালিক রোকেয়া নগরের চট্টেশরী রোডের বিটিআই বেভারলী হিলসের বাসিন্দা। তিনি ও তাঁর নিউজিল্যান্ডপ্রবাসী মেয়ে নাসিয়া মারজুকা ২০০৬ সাল থেকে ওই ব্যাংকের লকার বরাদ্দ পেয়ে ব্যবহার করছেন। ২৯ মে দুপুরে তিনি ব্যাংকে স্বর্ণালংকার আনতে গেলে দায়িত্বরত কর্মকর্তা ইউনুস মূল দরজা খোলার পর তাঁর লকার খোলা বলে জানান। এরপর গ্রাহক রোকেয়া দাবি করেন, তাঁর ১৪৯ ভরি স্বর্ণালংকার লকার থেকে গায়েব হয়েছে। পরে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় গ্রাহক আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছিলেন। পরে থানায় মামলা করেন। 

রোকেয়া আক্তারের ছেলে রিয়াদ মো. মারজিক বলেন, ব্যাংকের লকারে প্রায় ১৬১ ভরি স্বর্ণ ছিল। তার মধ্যে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়েছে। আজ চকবাজার থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯, ৩৮০, ৪০৬, ৪০৯ ও ৩৪-১০৯ ধারায় মামলা করি। 

গায়েব হয়ে যাওয়া মোট ১৪৯ ভরি স্বর্ণের মধ্যে রয়েছে ৬০ ভরি ওজনের ৪০টি হাতের চুরি (বড় সাইজ), ২৫ ভরি ওজনের গলা ও কানের অলংকার, ১০ ভরি ওজনের একটি গলার সেট, ২৮ ভরি ওজনের সাতটি গলার চেইন, ১৫ ভরি ওজনের চারটি আংটি এবং ১১ ভরি ওজনের ৩০ জোড়া কানের দুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত