নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানো নিয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আরও ৮ আসামিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামিদের রিমান্ড দেন।
আসামিরা হলেন—সুমন দাস, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাশ, সৌরভ দাশ, সাকিবুল আলম, আহমদ হোসেন ও মো. রাকিব।
চট্টগ্রাম আদালতে প্রসিকিউশন শাখার পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মফিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বাদী হয়ে করা একটি মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে গতকাল সোমবার আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে আসামিদের পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে ওই সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এসব মামলায় গত ২ ও ৪ ডিসেম্বর চট্টগ্রামের পৃথক আদালত এর আগে ২০ জন আসামিকে সাত ও ছয় দিনের রিমান্ড আদেশ দেন।
এ ছাড়া গত ৬ ডিসেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনার মামলার প্রধান আসামি চন্দনসহ দুজনকে সাত ও পাঁচ দিনের করে রিমান্ড দেওয়া হয়েছিল। এদের মধ্যে চন্দন গত রোববার (৮ ডিসেম্বর) আলিফ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এ সময় আসামিকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়ার সময় তাঁর অনুসারীরা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি স্থাপনা। এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ছয়টি মামলা হয়েছে।
ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানো নিয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আরও ৮ আসামিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামিদের রিমান্ড দেন।
আসামিরা হলেন—সুমন দাস, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাশ, সৌরভ দাশ, সাকিবুল আলম, আহমদ হোসেন ও মো. রাকিব।
চট্টগ্রাম আদালতে প্রসিকিউশন শাখার পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মফিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বাদী হয়ে করা একটি মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে গতকাল সোমবার আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে আসামিদের পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে ওই সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। এসব মামলায় গত ২ ও ৪ ডিসেম্বর চট্টগ্রামের পৃথক আদালত এর আগে ২০ জন আসামিকে সাত ও ছয় দিনের রিমান্ড আদেশ দেন।
এ ছাড়া গত ৬ ডিসেম্বর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনার মামলার প্রধান আসামি চন্দনসহ দুজনকে সাত ও পাঁচ দিনের করে রিমান্ড দেওয়া হয়েছিল। এদের মধ্যে চন্দন গত রোববার (৮ ডিসেম্বর) আলিফ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এ সময় আসামিকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়ার সময় তাঁর অনুসারীরা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি স্থাপনা। এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ছয়টি মামলা হয়েছে।
১৩ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অবশেষে অভিযানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে এসে ঘটেছে বিপত্তি। প্রশিক্ষণ শুরুর মাত্র পাঁচ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত বন্ধ থাকছে কর্মকর্তাদের অস্ত্র..
৫ ঘণ্টা আগেরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে। দরপত্রে শর্ত ছিল, ‘এ’ গ্রেডের ফায়ার প্রটেক্টেড বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানো হবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান লাগিয়ে দিয়েছিল ‘সি’ গ্রেডের লিফট। ধরা পড়ার পর এই লিফট খুলে নেওয়া হলে...
৫ ঘণ্টা আগেগাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...
৫ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে মহানগর জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ। তিনি বলেন, আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি...
৮ ঘণ্টা আগে