চাঁদপুরে হারানো ৩০ স্মার্ট ফোন ফিরে পেলেন মালিকেরা

চাঁদপুর প্রতিনিধি
Thumbnail image

চাঁদপুরে হারিয়ে যাওয়া ৩০টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ রোববার চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এতথ্য জানানো হয়েছে। 

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা উদ্ধার করা স্মার্ট ফোন গতকাল শনিবার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।  

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা চাঁদপুরবাসীকে জানাতে চাই, পুরোনো ফোন ক্রয়ের বিষয়ে সতর্ক হোন। কারণ, এই ফোনগুলোর সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই পরিচিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া ফোন ক্রয় করবেন না। কারও ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে যোগাযোগ করুন। হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। 

ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা চাঁদপুর জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইউনিটকে ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত